শেষ আপডেট: 2nd October 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের লবি। সেখানেই রাখা পুরু গদিওয়ালা এক সোফা। তাতে হাঁটুর ওপরে পা রেখে বসে রয়েছেন এক ভদ্রলোক, কাজ করছেন ল্যাপটপে। এই ছবিই সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কারণ দুটো। প্রথমত, তাঁর পায়ের মোজাটি ছিঁড়ে গেছে, যাকে বলে শতচ্ছিন্ন! পাঁচতারা হোটেলে চরম বেমানান। এবং দ্বিতীয়ত, ওই মোজাপরা পায়ের মালিক যিনি, তিনি বম্বে আইআইটির এক প্রফেসর। তাঁর পদে থাকা মানুষের পদযুগলের হাল কেন এমন, সেই নিয়ে স্বাভাবিকভাবেই নেটিজেনরা নানা জল্পনায় মেতেছেন।
তবে সেসব জল্পনার মুখে উত্তর দিলেন প্রফেসর চেতন সিং সোলাঙ্কি নিজেই। তাঁরই মোজা নিয়ে এত আলোচনা। তবে সে উত্তর শোনার পরে বিস্ময় ও জল্পনা বেড়েছে বই কমেনি।
কারণ চেতন সিং সোলাঙ্কি আইআইটি বম্বের অধ্যাপক। ২০ বছরেরও বেশি ধরে দেশের অন্যতম সম্মানীয় এই প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন তিনি। শুধু তাই নয়, 'সোলার ম্যান অফ ইন্ডিয়া' বা 'সোলার গান্ধী' নামে তাঁর আলাদা পরিচয়ও আছে। কারণ নিরলসভাবে সৌরশক্তি নিয়ে কাজ করে চলেছেন তিনি। সেই বিষয়েই একটি লিডারশিপ সামিটে নিজের বক্তব্য পেশ করতে দিল্লির ওই পাঁচতারা হোটেলে গিয়েছিলেন প্রফেসর চেতন। তখনই এই ছবিটি তোলা হয়েছিল।
চেতন তাঁর এই ভাইরাল হওয়া ছবি নিয়ে লিখেছেন, 'দিল্লির হায়াত হোটেলে আমার এই ছবিটি কেউ একজন তুলেছিলেন। ২৫ সেপ্টেম্বর শক্তিসম্পদ সংক্রান্ত একটি লিডারশিপ সামিটের আয়োজন করা হয়েছিল। সেখানেই কাজ করছিলাম আমি। সেই ছবি ছড়িয়ে পড়েছে।'
এরপরই নিজের ছেঁড়া মোজা সম্পর্কে চেতন লেখেন, 'হ্যাঁ। আমার ছেঁড়া মোজা সবাই দেখে ফেলেছেন। আমার ওগুলো বদলানো দরকার, বদলাবও। সে ক্ষমতা আমার আছে। কিন্তু, প্রকৃতির সেই ক্ষমতা নেই। প্রকৃতিতে সবকিছুই সীমাবদ্ধ।'
চেতনের বক্তব্য হল, তিনি কেবলমাত্র সেই জিনিসগুলিই কেনেন, যেগুলো না কিনলেই নয়। কারণ যে হারে প্রকৃতিতে আবর্জনা জমা হচ্ছে, তাতে আর তার নতুন করে বোঝা বইবার ক্ষমতা নেই তার।
চেতন আরও বলেন, 'আমি সবক্ষেত্রেই এটা মেনে চলি। তাই আমার সেরা গ্যাজেট ব্যবহার করার ক্ষমতা থাকলেও আমি সবসময় করি না। কারণ আমি সবসময় চেষ্টা করি, আমার ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট কমাতে। তাই আমি যত দূর সম্ভব কম জিনিসপত্র ব্যবহার করি।'
প্রফেসর চেতনের এই কথা যে নিছক মুখের কথা নয়, তা ইতিমধ্যেই আলোচিত। জানা গেছে, কয়েক দশক ধরেই এরকম 'সাস্টেনেবল লিভিং' চালিয়ে আসছেন তিনি এবং পরিবেশ রক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছেন। ইতিমধ্যেই ২০টি রাজ্যজুড়ে ৪৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। উদ্দেশ্য, সৌরশক্তি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সৌরশক্তির ব্যবহার বাড়ানো।
ফলে এই বিপুল কর্মকাণ্ডের মাঝে কেবল মোজা দেখে যাঁরা প্রফেসরকে নিয়ে নানা মন্তব্য করে ফেলেছিলেন, প্রফেসরের উত্তরের পরে তাঁরাই লজ্জায় পড়ে গেছেন। আর বাকিরা কুর্নিশ করছেন সত্যিটা জানার পরে।