শেষ আপডেট: 7th January 2024 11:13
দ্য ওয়াল ব্যুরো: নগর সভ্যতার যুগে ক্রমশ প্রকট হয়ে উঠছে প্রকৃতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব। সেই লড়াইতে মানুষই আসলে 'উচ্ছেদকারী' হয়ে উঠছে। যত্রতত্র গাছ কেটে, জলাজমি ভরাট করে তৈরি হচ্ছে আকাশ ছোঁয়া বিল্ডিং। ফলে কোণঠাসা হয়ে পড়ছে প্রকৃতি। বাস্তুহারা হচ্ছে জীবজন্তু, পুকুরের মাছ, গাছের পাখি। কিন্তু একদিন যদি দৃশ্যপট বদলে যায়? যদি কোনওদিন ঠিক আমাদের মতোই পাল্টা উচ্ছেদকারী হয়ে ওঠে জীবজন্তুরা? তখন নিমেষে আশ্রয় হারাতে হবে মানুষকে, আমাদের ঘর বাড়ি, অফিস, স্কুল, শপিং মল মুহূর্তে ভেঙে গুঁড়িয়ে দিয়ে ভূমির দখল নেবে প্রকৃতি মা। আর হাজার হাজার, লক্ষ লক্ষ বাঘ-ভালুক-হাতি-হরিণ-সিংহ কিংবা পাখি এসে আমাদের সাজানো প্রাসাদ থেকে উৎখাত করে দেবে আমাদেরই! সে যেন এক আতঙ্কের প্রহর!
১৯৬৩ সালে মুক্তি পেয়েছিল অ্যালফ্রেড হিচকক পরিচালিত ' দ্য বার্ডস '। হরর-থ্রিলার ঘরানার সেই ছবিতে এমনই আতঙ্কের প্রহর পর্দায় ফুটিয়ে তুলেছিলেন হিচকক। সেখানে আপাত নিরীহ পাখিরা এসে দখল নিয়েছিল ক্যালিফোর্নিয়ার আস্ত একটা শহরের। লক্ষ-কোটি পাখির হামলায় অসহায় মানুষ তখন প্রাণ নিয়ে পালাতে পারলে বাঁচে! বড়পর্দার সেই কল্পকাহিনি যেন বাস্তব হয়ে উঠে এল আজকের টেক্সাসে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, হাজার হাজার পাখি দখল নিয়েছে সেখানকার একটি মলের পার্কিং লটের। পাখিদের ভিড়ে হারিয়ে গেছে সাজানো সুদৃশ্য গাড়ি, মানুষ। যেখানে চোখ যাবে, শুধুই ধূসর কালচে পাখিদের মেলা! কাউকে দেখে ভয় পাচ্ছে না তারা, এমনকী গাড়ির হর্ন শুনেও নয়! মানুষই সেখানে সংখ্যালঘু, হিচককের ক্যালিফোর্নিয়ার মতো টেক্সাসের পার্কিং লট তখন পাখিদের দখলে। যাদের খোলা আকাশে উড়তে দেখলে মুক্তির আনন্দ উপভোগ করা যায়, সেই তারাই একযোগে শিরদাঁড়া দিয়ে এমন হিমস্রোত বইয়ে দিতে পারে, কে জানত!
গত ২ জানুয়ারি টেক্সাসের একটি শপিং মলের পার্কিং লটে এমন 'ভয়ানক' দৃশ্যের সম্মুখীন হয়েছিলেন স্থানীয়রা। জানা গেছে, মানুষের চিৎকার কিংবা গাড়ির আওয়াজ, কোনও কিছুতেই ভয় পাচ্ছিল না পাখিগুলি। বরং পার্কিং লটের ভিতরে ময়লা ফেলার জায়গা থেকে খাবার খুঁটে খাচ্ছিল তারা। তাদের সংখ্যা, ভ্রূক্ষেপহীন মনোভাব আর বড়সড় চেহারা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল। অনেকেরই মনে পড়ে গিয়েছিল হিচককের সিনেমার কথা।
I had to add this song to the viral video. I love Counting Crows, but these are great-tailed grackles that flocked to a parking lot in Houston, Texas on January 2nd, 2024.
— Melissa Jean (@MelissaJeanSays) January 5, 2024
????: yvonegomez123 #bigyellowtaxi #birds pic.twitter.com/Op5uyr45Q0
তবে শীতকালে এমন দৃশ্য খুব একটা অস্বাভাবিক নয় বলেই জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, হাউস্টন, ডালাস সহ টেক্সাসের বিভিন্ন জায়গায় শীতকালে মাঝেমধ্যেই এমন দৃশ্য দেখা যায়। এই পাখি গুলির নাম গ্রেট টেলড গ্র্যাকলস। মূলত লোকালয়ের মধ্যেই ওক জাতীয় গাছে থাকে এই পাখিরা। যেহেতু মানুষ দেখতে এরা অভ্যস্ত, তাই স্বাভাবিকভাবেই ভয়ডর কম। বরং শাবকদের এবং নিজেদের বাসা পাহারা দিতে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পাখিগুলি। মানুষকে তাড়া করে ধাওয়া করার নজির রয়েছে এই প্রজাতির। বিপদ দেখলে দলবদ্ধ হয়ে এক জায়গায় জড়ো হয় তারা। গ্রীষ্ম কিংবা বসন্তকালে সাধারণত তিন চারটি পাখির ছোট ছোট দলে ভাগ হয়ে থাকলিও শীতকাল এলে বড় দলে থাকতে পছন্দ করে তারা। ঠান্ডার সময় তাই একসঙ্গে হাজার হাজার গ্রেট টেলড গ্র্যকলস দেখতে পাওয়া স্বাভাবিক ব্যাপার।