শেষ আপডেট: 18th October 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: যেখানেই যান সর্বনেশে ‘ডাঙ্কি’ তে খবরদার নয়। বহু যুগ ধরেই ‘ডাঙ্কি রুট’ নিয়ে এভাবেই সাবধান করা হয় বিদেশযাত্রার স্বপ্নে বুঁদ হয়ে থাকা তরুণ-তরুণীদের। পঞ্জাব, হরিয়ানা, গুজরাতে একটু কান পাতলেই শোনা যাবে সেই সাবধানবাণী। সব সময়ই বলা হয়, আমেরিকা-ইওরোপে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে কেউ এই ভয়ানক রাস্তা যাতে বেছে না নেয়। ভুলেও যাতে না যাওয়া হয় ‘ডাঙ্কি রুটে’।
বর্ণময় এই ‘ডাঙ্কিরুট’-এ কেউ গেলে সে যে আর ফেরত আসবেই, এমনটা বলা যায় না। কানাডা যাওয়ার পথে আগে আখছার এমনটা হত। আর তার সঙ্গে যুক্ত ছিল ভারতীয়-কানাডিয়ান গ্যাংস্টার বিন্দি জোহাল। কানাডায় যে শুধু খালিস্তান সমর্থকদেরই আবাসস্থল ছিল, তা একেবারেই নয়। এনফোর্সমেন্ট এজেন্সি সেখানে ভারতীয় গুন্ডাদেরও আশ্রয় দিত।
গোল্ডি ব্রার এবং আরশ ডাল্লার নামের ওয়ান্টেড গ্যাংস্টার কানাডাতেই থাকত। একটা সময় তাঁদের খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এই সবের মধ্যে প্রধান একটি নাম, যা আজও মনে পড়ে, তা হল বিন্দি জোহাল। তাঁকেই প্রথম ভারতীয়-কানাডিয়ান গ্যাংস্টার বলা হত।
জোহালের কুখ্যাতি এতটাই ছিল যে ভারতীয়-কানাডিয়ান পরিচালক দীপা মেহতা, বিন্দি জোহালকে নিয়ে একটি সিনেমা বানিয়েছিলেন। যেখানে রণদীপ হুডা অভিনয় করেছিলেন। এটি জোহলের উপর ভিত্তি করে তৈরি করা একটি চলচ্চিত্র। এর জন্য দীপা মেহতাকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
কে এই বিন্দি জোহাল?
১৯৭১ সালের ১৪ জানুয়ারি ভারতে জন্মগ্রহণ করেন। জোহলের পরিবার ভারত থেকে ভ্যাঙ্কুভারে চলে আসে যখন তার বয়স ছিল চার বছর। তারপর তাঁকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। অপরাধ? তাঁর কাছ থেকে বিপজ্জনক অস্ত্র পাোয়া গিয়েছিস। এমনকি ভাইস- প্রিন্সিপালের উপর নৃশংসভাবে আক্রমণ করার জন্য তাঁর উপর আইনি পদক্ষেপও নেওয়া হয়।
এরপর থেকেই জোহাল বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে শুরু করে। সেই সময় দক্ষিণ এশীয়রা ভ্যাঙ্কুভারের হিস্পানিক অভিবাসীদের ছাপিয়ে যাচ্ছিল। মজার ব্যাপার হল, জোহালের সঙ্গে যারা স্কুলে গিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন হারজিত সজ্জন, যিনি পরে কানাডার খালিস্তানপন্থী প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন।
পরবর্তীকালে জোহাল লস ডায়াবলোস নামে একটি হিস্পানিক গ্যাংয়ের অংশ হয়ে ওঠে। সেই গ্যাংয়ের বেশিরভাগ সদস্যই ছিল ইন্দো- কানাডিয়ান। অবশেষে জোহাল পাঞ্জাবি মাফিয়া নামে পরিচিত হয়ে ওঠে। আর তারপরে হিট-ম্যান হিসাবেও সে পরিচিতি পায়। ১৯৯8 সালে তাঁকে হত্যা করা হয়েছিল। তাঁর শুরু করা এই গ্যাং এখনও কানাডার কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাঁদের খোঁজ আজও পাওয়া যায়নি।