শেষ আপডেট: 21st January 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সময় সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত সংবাদ মাধ্যমের দৌলতে সামনে আসে, তার মধ্যে কয়েকটি মুহূর্তেই ভাইরাল হয়। তৈরি হয় মিমও।
মেলানিয়া ট্রাম্পের বিখ্যাত টুপিটি নজর কেড়েছে বহু মানুষের। টুপিটি ডিসাইনের জন্য পরার পর মেলানিয়ার মুখের অর্ধেক অংশ ঢেকে যায়। তিনি যখন মঞ্চে প্রবেশ করছিলেন বা ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন, তাঁর চোখ দেখা যাচ্ছিল না। সে নিয়ে নেটপাড়ায় চর্চা এখন তুঙ্গে। একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ট্রাম্প তাঁর স্ত্রীর প্রতি চুম্বন দিতে গেলে টুপিটি তাঁদের মাঝে চলে আসে।
হিলারি ক্লিনটনের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনেকে সেটি দিয়ে মিমও বানিয়ে ফেলেছেন। ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্পের বক্তব্য শুনে এই রাজনীতিক হাসছেন। ট্রাম্পকে বলতে শোনা যায়, তিনি মেক্সিকো উপসাগরকে 'গালফ অফ আমেরিকা' নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মুহূর্তেই মুখে হাসেন হিলারি। যা নিয়ে মিম তৈরি করে ফেলেছেন নেটিজেনরা।
এদিকে মেটা সিইও মার্ক জুকারবার্গ এবং জেফ বেজোসের স্ত্রী লরেন সাঞ্চেজের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে অদ্ভুতভাবে লরেনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় জুকারবার্গকে। ছবিটি দিয়ে একাধিক মিম তৈরি হয়েছে নেট পাড়ায়। অনেকেরই কৌতুহল, সত্যি কি জুকারবার্গ দেখছিলেন লরেনকে, নাকি এটি শুধুই ক্যামেরার ক্লিক ও সময়ের ম্যাজিক।
ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে নিয়েও কৌতুহলের শেষ নেই নেটিজেনদের। তাঁর ৬ ফুট ৭ ইঞ্জি উচ্চতা নিয়ে আলোচনা চলছে। ব্যারন ও ইলন মাস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও নানা কথা ঘুরছে নেটপাড়ায়।
এছাড়া সেনেটর বার্নি স্যান্ডার্সও মিমের বিষয় হয়ে উঠেন কারণ তিনি ট্রাম্পের ভাষণের সময় সকলের মাঝে অদ্ভুতভাবে শান্ত ছিলেন এবং চুপ করে বসেছিলেন। যা স্বাভাবিক লাগেনি অনেকেরই। আবার পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সেনেটর জন ফেটারম্যান অনুষ্ঠানে স্নিকার্স এবং শর্টস পরে এসেছিলেন। এমন এক অনুষ্ঠানে এই পোশাক নিয়ে চর্চা ও মিমের বন্যা বইছে।
নেটিজেনদের অনেকের কথায়, ট্রাম্প নিজে যখন ক্ষমতায় ছিলেন, তাঁর বক্তব্য, অঙ্গভঙ্গি ও কর্মকাণ্ড নিয়ে মিমের বন্যা বইত। ক্ষমতায় ফিরে প্রথমদিনই নেটপাড়ার হট টপিক বর্ষীয়ান রাজনীতিক।