শেষ আপডেট: 26th September 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো: চিড়িয়াখানায় গিয়ে জলহস্তির দর্শন মিলেছে বহুবার। কিন্তু জলহস্তিকে দাঁত মাজতে দেখেছেন কখনও? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ইয়া বড় বড় দাঁত ঘষে মেজে সাফ করতে দেখা গেল এক জলহস্তিকে। ভিডিও দেখা মাত্রই হেসে গড়িয়ে পড়ল নেট দুনিয়া। ঝড়ের গতিতে হল শেয়ার।
চিড়িয়াখানায় গিয়ে জলহস্তি দেখার কথা মনে আছে নিশ্চয়ই। জলে অর্ধেক শরীর ডুবিয়ে বসে থাকতে দেখা যেত। অনেকসময় জল থেকে উঠে সামনে এলেও তারা যে দাঁতের অমন পরিচর্যা করতে পারে, সে কে জানত।
এক্স হ্যান্ডেলে শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পর পর লাইন দিয়ে দাঁড়িয়ে ২ জন জলহস্তি। দেখে মনে হতেই পারে, পার্টির জন্য রেডি হচ্ছেন তাদের মধ্যে একজন। যিনি দেখভাল করেন তিনি জল আর ব্রাশ দিয়ে মুখ ধুয়ে দিচ্ছেন। আর শান্ত বাচ্চার মতো চুপ করে দাঁড়িয়ে সহযোগিতা করছে জলহস্তি।
বিরাট হাঁ, বড় বড় দাঁত। নিজে না পারলেও দাঁত মাজতে কোনও আপত্তি নেই এদের। ভিডিওটি সামনে আসতেই ঝড়ের গতিতে শেয়ার হয়। ভিউ পাঁচ লাখেরও বেশি। একজন কমেন্ট করে লেখেন, 'আমার জানা ছিল না জলহস্তিরও দাঁতের যত্ন লাগে।'
Hippos getting their teeth cleaned pic.twitter.com/dY5mrY669P
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) September 23, 2024