Latest News

Harmony: উত্তরপ্রদেশের জেলে একসঙ্গে রোজা রাখছেন হিন্দু-মুসলিম কয়েদিরা! সম্প্রীতির অনন্য নজির

দ্য ওয়াল ব্যুরো: আজকালকার দিনে ধর্মের নামে দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। এমন অশান্ত পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ছবি ভরসা জোগাবে। রমজান মাস চলছে। উত্তরপ্রদেশের একটি জেলে সেই রমজান একসঙ্গে পালন করতে দেখা গেল হিন্দু ও মুসলিম কয়েদিদের (Harmony)। তৈরি হল সম্প্রীতির নজির।

আরও পড়ুন: প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন অন্তঃসত্ত্বা! খাটিয়ায় তুলে হাসপাতালে পৌঁছে দিলেন জওয়ান

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবানকি জেলে (Harmony)। গোটা ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায় (UP)। একটি সংবাদসংস্থা ভিডিওটি টুইটারে শেয়ার করে লিখেছে, বারাবানকি জেলে অসাধারণ সম্প্রীতির নজির তৈরি হয়েছে। সেখানকার মুসলিম কয়েদিদের সঙ্গে রোজা রাখতে দেখা গেছে হিন্দুদেরও। এরপর রোজার শেষে সকলের জন্য ইফতারের বন্দোবস্ত করে জেল কর্তৃপক্ষই।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন কমেন্টবক্স। কেউ বলেন, এই একতাই আমাদের শক্তি, কেউ বলেন, আজকাল জেলের মধ্যেকার পরিস্থিতি বাইরের চেয়ে অনেক বেশি শান্ত। কেউ আবার এও বলেছেন, বাইরের চেয়ে জেলের কয়েদিদের মধ্যে মনুষ্যত্ব অনেক বেশি দেখা যায় আজকাল।

ধর্মীয় সাম্প্রদায়িকতা নানাভাবে ডানা মেলেছে ভারতের আনাচে কানাচে। কিন্তু তার মাঝে ইতিবাচক দিকও রয়েছে, একটু খুঁজলেই তা পাওয়া যায় হাতের কাছে। বারাবানকি জেলের এই ঘটনাও যেন সেকথাই মনে করিয়ে দিল আরও একবার।

You might also like