শেষ আপডেট: 2nd December 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের একাধিক নিয়ম হয়। পরিবারের সঙ্গে জীবনের বিশেষ দিনে সমস্ত নিয়ম পালন করে থাকেন বর-কনে দুজনেই। স্মৃতির পাতায় জুড়তে থাকেন সবটা। কোভিডের পর থেকে কাজের প্যাটার্ন পাল্টানোয়, অনেককেই বিয়ের আগের মুহূর্ত, এমনই বিয়ের মাঝেই ল্যাপটপ নিয়ে বসে যেতে দেখা যায়। মানুষের কাজের পরিসর যে পাল্টাচ্ছে তা বোঝা যায়। সেই সূত্র ধরেই আজকাল এসব আর নতুন নয়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, পাত্র বিয়ে করতে করতে ট্রেডিং করছেন। এবার দেখা গেল পাত্র বিয়ের পিঁড়িতে বসেই বন্ধুদের সঙ্গে লুডো খেলছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্র ভাইরাল হয় সেটি। ভিডিও নিয়ে চলছে নানা মুণির নানা মত।
বিয়ের পিড়িতে বসে বর-কনে। সামনে পুরুত মশাই মন্ত্র পড়াচ্ছেন। বিয়ের নিয়মের ফাঁকেই টুক করে পিছন ঘুরে বন্ধুদের সঙ্গে লুডো খেলছেন পাত্র। ছবিটি শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা হয় 'ব্রো হ্যাস হিস হিস ওন প্রায়োরিটিস।' ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিওটি। ছবিটিকে অনেকে মজার ছলে নিলেও কটাক্ষ করতে ছাড়েনি একাংশ।
বরের মাথায় টোপর দেখে বোঝাই যায়, এই বিয়ে কোনও বাঙালি বাড়ির। অনেকেই বলেন একাধিক নিয়মের ফাঁকে তিনি যে এই লুডো খেলে নিচ্ছেন এতে কোনও সমস্যা নেই, এত বড় নিয়ম থাকে যে বিয়ের শেষের দিকে অনেকেই হাঁপিয়ে যান। এক নেটিজেন লেখেন, এই ছবিটা যখন ওঁর সন্তানরা দেখবেন, তখন উনি কী বলবেন তাদের।
মজার এই ছবির প্রশংসাও করেন অনেকে। বলতে শোনা যায়, 'নিজের জন্য একটু সময়কে প্রায়োরিটি দিয়েছেন তিনি। যা দরকার।'
Bro has his own priorities pic.twitter.com/CEVJnfPpvb
— Muskan (@Muskan_nnn) November 27, 2024
তবে ছবিটি দেখে বর-কে কটাক্ষ করেন বেশিরভাগ মানুষ। অনেককেই বলতে শোনা যায়, নিজের সংস্কৃতির অবমাননা করছেন তিনি। বিয়ে একবারই হয়, তাই নিয়ম মেনে বিয়েতে মনোনিবেশ করা উচিত ছিল। তিনি তা না করে আদতে অপমান করেছেন। আরেকজন লেখেন, তাঁর স্ত্রীর জায়গা যদি তিনি থাকতেন তাহলে বিয়ে ছেড়ে পালিয়ে যেতেন। আবার একজন লেখেন, নিজের সংস্কৃতির সম্মান করুন। লুডু খেলার জন্য অনেক সময় পাবেন।
যদিও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি পোস্টদাতার তরফে।