শেষ আপডেট: 31st October 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো: গুগল পে-তে লাড্ডু পাঠালেই মিলছে শয়ে শয়ে টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। গুগল পে খুললে দেখবেন এতক্ষণে হয়তো গিফট হিসেবে লাড্ডু পেয়েও গিয়েছেন। বা লাড্ডু চেয়ে পাঠিয়েছে কেউ। এই লাড্ডু জোগার করলেই টাকা দিচ্ছে গুগল পে।
আজ কালীপুজো, দেশজুড়ে দীপাবলি পালন করছে সকলে। এই উৎসবে আরেকটু আনন্দ যোগ করতে লাড্ডু ক্যাম্পেন শুরু করেছে গুগল পে। এই ক্য়াম্পেনে সামিল হয়ে অনেকেই টাকা পাচ্ছেন সংস্থার তরফে। দীপাবলির এই উপহারে মজেছে নেটিজেনরা।
দীপাবলির কেনাকাটায় সর্বোচ্চ ১০০১ টাকা ক্যাশ ব্যাক জেতার সুযোগ দিচ্ছে এই ডিজিটাল পেমেন্ট অ্যাপ। ৭ নভেম্বরের মধ্যে ছয়টি লাড্ডু সংগ্রহ করতে হবে। তাহলেই মিলবে একটি স্ক্র্যাচ কার্ড। আর সেখান থেকেই পুরস্কার হিসেবে টাকা জেতার সুযোগ মিলবে।
কালীপুজোর দিন অর্থাৎ আজই বহু মানুষ ছয়টি করে লাড্ডু পেয়ে টাকা জিতেছে। কেউ ৩০০, কেউ ৫০০ কেউ বা তারও বেশি।
কীভাবে লাড্ডু দেওয়া নেওয়া করবেন?
স্মার্ট ফোনে খুলতে হবে গুগল পে অ্যাপ। এরপর বেছে নিয়ে হবে রিওয়ার্ডস অপশন। মিলবে লাড্ডু। সেখান থেকেই লাড্ডু পরিচিতদের পাঠানো যাবে। আবার লাড্ডু চেয়ে আবেদন করাও যাচ্ছে।
এছাড়াও লাড্ডু পেতে গেলে রিচার্জ করা, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, টাকা পাঠানোর অপশনও দেওয়া হচ্ছে।
কমপক্ষে ১০০ টাকার লেনদেন করতে হবে এই লাড্ডু পেতে গেলে। ২০০ টাকা দিয়ে গিফট কার্ড কিনেও লাড্ডু পেতে পাওয়া যেতে পারে।
ছয়টা লাড্ডু জোগার করার পর যে স্ক্র্যাচ কার্ডটা আসবে, সেটা থেকে ন্যূনতম ৫১ টাকা ও সর্বোচ্চ ১০০১ টাকা পাওয়া যেতে পারে।