শেষ আপডেট: 3rd July 2023 13:28
দ্য ওয়াল ব্যুরো: রেললাইনের উপর শুয়ে আছেন এক মহিলা। পরনে শাড়ি-ব্লাউজ। যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। তার উপর দিয়েই দিব্যি চলে যাচ্ছে মালগাড়ির ভারী চাকা (Goods Train Passes Over Woman)। তা সত্ত্বেও সুস্থই রয়েছেন মহিলা। উত্তরপ্রদেশের এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, যে দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে কাশগঞ্জের শাহওয়ার গেট এলাকায়। জানা গেছে, ওই মহিলা কোনওভাবে সংজ্ঞাহীন হয়ে লাইনের উপর পড়ে যান। ঠিক সেই সময়েই লাইনে চলে আসে একটি মালগাড়ি। মহিলা পড়েছিলেন রেলের দুটি লাইনের মাঝে। ফলে উপর দিয়ে হু হু করে মালগাড়ি চলে গেলেও তাঁর কোনও ক্ষতি হয়নি।
৩২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, লাইনের উপর শুয়ে আছেন মহিলা। তাঁর পরনে আকাশি-কমলা রঙের শাড়ি। অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি, আর উপর দিয়ে ছুটছে মালগাড়ি। সূত্রের খবর, ট্রেনটি চলে যাওয়ার পর লাইন থেকে উদ্ধার করা হয় মহিলাকে। স্থানীয় লোকজনই চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরার পর। এই ঘটনার পরেও সম্পূর্ণ অক্ষত রয়েছেন ওই মহিলা।
ভিডিও দেখুন
https://twitter.com/shubhamrai80/status/1675463976111702017?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1675463976111702017%7Ctwgr%5E675aacce9a8d4180abef4bf358097010d7721e84%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-24193468762266629335.ampproject.net%2F2306202201000%2Fframe.html
২৫ মহিলা নিয়ে খালে উল্টে গেল নৌকা! আলাপ্পুজার বাইচ প্রতিযোগিতায় বড় দুর্ঘটনা