শেষ আপডেট: 14th September 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: সিংহীর ডেরায় ঢুকে পড়েছে একটি জিরাফ। বুঝতে পেরেও গাছের পাতা খাচ্ছে বেশ কিছুটা সময় নিয়েই। তার কোনও ধারণাই নেই, পরক্ষণেই যেতে পারে প্রাণ। আশপাশে ঘুরছে অনেকগুলো সিংহী। তাদের মাঝেই দাঁড়িয়ে সে।
সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিও থাকে, যা দেখলে শিউরে উঠতে বাধ্য। চোবে ন্যাশনাল পার্কের তেমনই একটি ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে। সেখানে থাকা এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে এই মর্মান্তিক ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওটি লেটেস্ট সাইটিংস নামে একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অনেকগুলো সিংহীর মাঝে একটি জিরাফ দাঁড়িয়ে আছে। আর সিংহীগুলোও চেষ্টা করছে তাকে আক্রমণ করার। কিন্তু প্রথমে জিরাফটি তা বুঝতে পারেনি। তারপরেই হঠাৎ একটি সিংহী পিছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাকি চার সিংহীও সেই সুযোগকে কাজে লাগায়।
অনেক চেষ্টার পরেও প্রাণ রক্ষা হল না জিরাফের। অবশেষে সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপরেই সিংহীর দল তাকে নিজেদের খাবারে পরিনত করল। এই ভিডিওটিতে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষ কমেন্ট করেছেন।