শেষ আপডেট: 19th September 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: ছিলেন ইঞ্জিনিয়ার। হঠাৎ চাকরি হারান। তারপরই সুইগির ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করেন পেটের দায়ে। কীভাবে নিজের স্বপ্নে বোনা চাকরি ছেড়ে একেবারে অন্য জায়গায় উপার্জনের জায়গায় চলে এলেন, সেই কথাই নিজের লিঙ্কডইন অ্যাকাউন্টে শেয়ার করেছেন এক যুবক।
'আ জার্নি অফ রেজিলিয়েন্স' শিরোনামে রীতিমতো ভাইরাল সেই পোস্ট থেকে জানা গেছে, যুবকের নাম রিয়াজউদ্দিন। তাঁর পোস্ট অনুপ্রেরণা জুগিয়েছে অনেককেই।
পোস্টে রিয়াজউদ্দিন লিখেছেন, ‘মাস খানেক আগে, জীবন অপ্রত্যাশিত মোড় নেয়। আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। হঠাৎ কাজ হারিয়ে নিজেকে অর্থনৈতিক সংগ্রাম করতে দেখেছি। সবটা কাটিয়ে উঠে সিদ্ধান্ত নিই সুইগি ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করার।’
রোদ-বৃষ্টির দিনে, ভোরে আবার গভীর রাতে খাবার পৌঁছে দেওয়ার অভিজ্ঞতার কোথাও উঠে আসে তাঁর ওই পোস্টে। তিনি লেখেন, ‘ওই ভরাডুবির সময়টা আমায় ভাসতে শিখিয়েছে। ওই খাবার ডেলিভারি সংস্থা শুধু আমায় আর্থিক ভাবে স্বাবলম্বীই শুধু করেনি, জীবনের এক একটা ধাপে আমায় বটগাছ হয়ে বাঁচতে শিখিয়েছে। তিনি লেখেন, ‘ডেলিভারি পার্টনার হিসেবে আমাকে ধৈর্য, নম্র হওয়ার পাঠ দিয়েছে। এক একটা অর্ডার আমাকে শক্তিশালী করেছে।’
এখন রিয়াজউদ্দিন নতুন কোম্পানিতে কাজ শুরু করেছেন। তাঁর পরামর্শ, ‘কেউ যদি এরকম সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে যতটা সম্ভব দৃঢ় থাকতে হবে। সময় ফিরবে। মাঝে মধ্যে জীবনের অপ্রত্যাশিত গতিপথ জীবনে উন্নতির কারণ হয়ে দাঁড়ায়। যা আমরা কল্পনা করতে পারি না। ’
সফটওয়্যার ডেভেলপারের এহেন পোস্ট দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। কেউ কেউ লিখেছেন , ‘আপনি একজন অত্যন্ত দায়িত্ববান যোদ্ধা। আপনাকে শুভেচ্ছা। আবার আরও এক ইঙ্কডইন ব্যবহারকারী লিখেছেন, আপনার জীবনের এই গল্প মেঘলা আকাশে সূর্যের আলোর মতো।’