সংগৃহীত ছবি
শেষ আপডেট: 25th January 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: যাওয়ার কথা ছিল নেপাল। পৌঁছে গেলেন উত্তরপ্রদেশের বরেলি। দিল্লি থেকে গুগল ম্যাপ দেখে যাত্রা শুরু করে এমনই হাল হল দুই ফরাসি সাইকেল চালকের। শুক্রবার স্থানীয় পুলিশের তরফে বিষয়টি জানানো হয়।
সাইকেল চালিয়েই দিল্লি থেকে নেপাল যাওয়ার কথা ছিল দুই ফরাসি ব্যক্তির। যাত্রা শুরু করে ম্যাপের দৌলতে পৌঁছে যান বরেলিতে। সেখানে স্থানীয়রা তাঁদের দেখে বুঝতে পারেন, কোনওভাবে পথ হারিয়েছেন। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সত্যিই তাঁরা পথ হারিয়েছেন। পরে চুরাইলি আইটপোস্টের পুলিশের সহায়তায় রাতে থাকার ব্যবস্থা হয়।
কোথায় থাকেন তাঁরা? গ্রামের প্রধানের বাড়িতে রাতে থাকার ব্যবস্থা করে পুলিশ। সেখানেই রাতটুকু থেকে বেরিয়ে পড়েন সকালে। পুলিশের তরফে তাঁদের রাস্তা বুঝিয়ে দেওয়া হয়। তাঁরা রওনা দেন।
বাহেরির সার্কেল অফিসার অরুণ কুমার সিং বলেন, 'ব্রায়ান জ্যাকোয়েস গিলবার্ট ও সেবাস্টিয়ান ফ্রাঙ্কোয়েস গাব্রেইল জানুয়ারির ৭ তারিখে দিল্লি এসেছিলেন ফ্লাইটে করে। পিলিভিট থেকে তনকপুর হয়ে নেপালের কাঠমাণ্ডু পৌঁছানোর কথা ছিল। দুজনেই গুগল ম্যাপ দেখে পথ গুলিয়ে ফেলেন। অ্যাপে তাঁদের বরেলি থেকে শর্টকাট রাস্তা দেখাচ্ছিল। সেই রাস্তা ধরেই তাঁরা চুরাইলি ড্যামে পৌঁছন।'
তিনি আরও জানান, গ্রামবাসীরা ইতিউতি সাইকেল চালকদের ঘুরতে দেখে জিজ্ঞাসা করেন। রাত ১১টা নাগাদ তাঁদের ভাষা বুঝতে না পেরে পুলিশের কাছে নিয়ে আসেন। তারপরই তাঁদের সাহায্য করা হয়।
গুগল ম্যাপের দৌলতে এমন পথ হারিয়েছেন নতুন নয়। আগে অনেকেই পথ হারিয়েছেন। পুকুরের মাঝখান দিয়ে রাস্তা দেখিয়েছে বা গিয়ে পৌঁছেছেন উল্টোদিকে, এমনও হয়েছে।