ফর্মুলা ওয়ানের অফিসিয়াল হুইস্কি Glenmorangie Original 12 Year Old এবার ভারতে। দেখুন দাম, স্বাদ এবং কোথায় মিলবে এই সিঙ্গল মল্ট।
ফর্মুলা ওয়ান
শেষ আপডেট: 4 July 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে ফর্মুলা ওয়ান পেয়েছে নিজের সিনেমা, আবার এবার এল অফিসিয়াল হুইস্কিও। ব্রিটিশ গ্রাঁ প্রি-র আগে ফর্মুলা ওয়ান ও নামী লাক্সারি সংস্থা এলভিএমএইচ (LVMH)-এর ১০ বছরের অংশীদারিত্বের উদ্যাপনে সামনে এল একটি নতুন প্রচার ভিডিও, যেখানে মুখ হয়েছেন অভিনেতা হ্যারিসন ফোর্ড।
অস্ট্রেলীয় পরিচালক জোয়েল এজারটনের তৈরি এই ভিডিওতে স্কটল্যান্ডের আন্ড্রোস ক্যাসেলের পটভূমিতে ফোর্ডকে দেখা যায় ফর্মুলা ওয়ানের জন্য নির্বাচিত হুইস্কির বোতল হাতে নিয়ে। এই হুইস্কি হল—Glenmorangie Original 12 Year Old।
ভারতে দাম কত?
এই সিঙ্গল মল্ট হুইস্কি ভারতের বাজারে মূলত আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানেই পাওয়া যাচ্ছে। দিল্লিতে এক লিটার বোতলের দাম ৭,০৯০, বেঙ্গালুরুতে ৬,৮০০, আর তিরুবনন্তপুরমে ৭,৪৫০।
স্বাদ কেমন?
এই হুইস্কিতে ভ্যানিলা, মধু আর সাইট্রাসের হালকা গন্ধ রয়েছে। মুখে লেবুর মতো ঝাঁঝ, কাস্টার্ডের মতো মোলায়েম স্বাদ আর শেষে বাদাম ও নারকেলের মতো টোন থাকে। ১২ বছর ধরে আমেরিকান ওক ব্যারেলে পরিপক্ব এই হুইস্কির অ্যালকোহলের মাত্রা ৪০ শতাংশ।
আন্তর্জাতিক স্বীকৃতি
২০২৪ সালের ‘ওয়ার্ল্ড হুইস্কি অ্যাওয়ার্ড’-এ এই হুইস্কি সোনা পদক পেয়েছে। সমালোচক ও ক্রেতা—দু’পক্ষের কাছেই এই হুইস্কি জনপ্রিয় হয়েছে।
হ্যারিসন ফোর্ড কী বললেন?
ভিডিওতে হুইস্কির প্রশংসা করে ফোর্ড বলেন, এই হুইস্কি ঠিক ফর্মুলা ওয়ানের মতোই—স্টাইলিশ, সফিস্টিকেটেড আর মনে রাখার মতো।
সতর্কবার্তা: অতিরিক্ত মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন।