শেষ আপডেট: 17th October 2024 18:02
দ্য ওয়াল ব্যুরো: শূন্যে ভাসমান এক রেস্তোরাঁর চেয়ারে বসে নিজের পছন্দের খাবারগুলো যদি খাওয়া যেত। মনে হতে পারেই বাস্তবে আবার এমনটা হয় নাকি। এই অভিজ্ঞতাই দিচ্ছে নিউ ইয়র্কের পর্যটন সংস্থা 'স্পেসভিআইপি'। বিশ্বের অন্যতম খ্যাতনামা এক ড্যানিশ শেফকে নিয়োগও করে ফেলেছে সেই সংস্থা। তবে এখনই সেই রেস্তোরাঁ খোলা হচ্ছে না। আরও এক বছর কাজ হবে এই পরিকল্পনাকে কেন্দ্র করে।
ভাসমান রেস্তরাঁ কোথায় খোলা হবে?
শূন্যে ভাসমান রেস্তোরাঁটি হবে পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর যা ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ধূলিকণা, মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না। জেটবিমানগুলি সাধারণত এই স্তরের মধ্যে দিয়ে চলার সময়ে আকাশে সাদা দাগ রেখে যায়। তাই রেস্তোরাঁর জন্য এটিকেই দুর্দান্ত স্থান বলে মনে করেছে নিউ ইয়র্কের পর্যটন সংস্থা 'স্পেসভিআইপি'।
খরচ কত হবে?
এই রেস্তোরাঁয় একজন অতিথি ছয় ঘণ্টার জন্য মহাকাশ সফরে যেতে পারবেন। তবে এ অভিজ্ঞতা সস্তা নয়, মাথাপিছু খরচ প্রায় ৫ লক্ষ ডলার। ইতিমধ্যেই ‘স্পেসভিআইপি’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেস্তরাঁর কিছু ছবি শেয়ার করেছে।
মেনুতে কী কী থাকছে?
রেস্তরাঁটি দেখতে অনেকটা বেলুনের মতো। মহাকাশে ভাসমান বেলুন-রেস্তরাঁটি নির্মাণ করেছে ‘স্পেস পারসপেকটিভস’। তবে এর মেনু এখনও চূড়ান্ত হয়নি। শেফ জানিয়েছেন, মেনুতে থাকবে চমকপ্রদ সব খাবার। থাকবে ‘এরোসল-ইনস্পায়ারড’ খাবার ও ‘এনক্যাপসুলেটেড অ্যারোমা’।