শেষ আপডেট: 11th February 2025 16:54
‘তুমি নীল শাড়ি পরে অপেক্ষা করো, এক্ষুনি দেখা করতে আসছি।’ এই বলে কয়েক মাসের জন্যে ডুব দিতে পারে হিমু। তারপর রূপাকে অবলীলায় বলতে পারে, ‘ভালবাসার মানুষের খুব কাছে যেতে নেই।’ এসব দেখে ওপর ওপর মনে হতে পারে, আসল প্রেম বুঝি এমনই। খামখেয়ালি, ছন্নছাড়া।
কিন্তু মানুষের মনস্তত্ত্ব বলে, এসব খামখেয়ালে পাত্তা দেওয়া বা দুর্ব্যবহার করা মানুষগুলোর মধ্যেই ভ্যালিডেশন খোঁজার আপ্রাণ চেষ্টা আসলে মানবজাতির সহজাত দুর্বলতা, কখনও বা স্খলন।
তাই হিমুর পাত্তা না পেয়ে তার জন্যে দিনের পর দিন, মাসের পর মাস রূপার নাকের জলে, চোখের জলে হওয়া, হিমুর জন্যে অপেক্ষা করতে করতে দিবস-রজনী কাটিয়ে দেওয়া দেখে যতই মায়া-মায়া ভাব জাগুক, হিমুদের জন্য সুদর্শনারা যতই ছাদের পাঁচিলে হেলান দিয়ে ‘মলয় বাতাসে’ গেয়ে উঠুক না কেন, প্রমিস করে তা ইচ্ছে করে না রাখাকে 'রেড ফ্ল্যাগ' বলে কড়া চোখে দাগিয়ে দিয়েছে আধুনিক প্রজন্মের রূপারা।
তবে প্রমিসেরও রকমফের আছে বৈকী। শুধুই কি প্রেমের সম্পর্ককে মোহরের মতো উজ্জ্বল করে তোলে এই প্রমিস নামের অদৃশ্য সিল? তা নয়। আমাদের রোজনামচাতেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রমিস। সিগারেট ছেড়ে দেওয়া, ডায়েটে চিট না করা, মর্নিং ওয়াকে যাওয়া, সময়ে অফিস পৌঁছনো... প্রায় প্রতিদিন কত প্রমিসই তো আমরা করে থাকি। আবার এসকেপ রুট খুঁজে সে সব ভেঙেও ফেলি খুব তাড়াতাড়ি।
তাহলে একা হিমু কেন হবে দোষের ভাগীদার? হবে, কারণ মনোবিদরা বলেন, ঘনঘন প্রমিস করার বাতিক বেশি দেখা যায় প্রেমিক-প্রেমিকাদের মধ্যেই। যা খুবই সহজাত। কিন্তু মহাপুরুষ হিমুরা মনে করে তাৎক্ষণিক মন রাখাই হল আসল। তবে হিমুদের রূপারা আস্তে আস্তে ঠিকই জেনে যায়, তার প্রেমিকের 'মহাপুরুষ' সাজার বাহানা আসলে জাগতিক দায়িত্ববোধকে এড়ানোর এক হাতিয়ার ছাড়া কিছু নয়।
আসলে বিশ্বের সবচেয়ে ফাজিল ছেলে হিমু। যার ভাল নাম হিমালয়। আরবি ভাষায় ফাজিল শব্দের অর্থ 'জ্ঞানী'! হিমুও নিজেকে জ্ঞানী বলতে ভালবাসে। ভালবাসে অলীক জ্ঞানের কাল্পনিক সমুদ্রে নিজেকে ডুবিয়ে রাখতে।
তবে জ্ঞানী মহাপুরুষ হওয়ার অনুশাসন তাকে পুরোপুরি বাঁধতে পারেনি। তাই সংসারের মায়াকেও সম্পূর্ণ ফেলতে পারে না সে। আবার ঢাকা শহরের এই হণ্টককে চাকরি দিলেও সে করতে চায় না। কারণ সে বেকার নয়, হাঁটাই নাকি তার কাজ!
আর এসবের ভিড়ে তার সবচেয়ে বড় ‘গুণ’, কথা দিয়ে কথা না রাখা! আসলে আমাদের মধ্যে বাসা বেঁধে থাকা হিমুরা সবাই ইচ্ছাকৃত 'হিমালয়'। কেউই 'আকাশ' নয়। কারণ আকাশ ছোঁয়া যায় না, হিমালয় ছোঁয়া কঠিন হলেও, অসম্ভব নয়।