শেষ আপডেট: 2nd March 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: একেই বলে ভয়ংকর সুন্দর। টুইটারে কোবরার ভিডিও দেখে অবাক নেটপাড়া। আইএফএস অফিসার সুশান্ত নন্দর শেয়ার করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি কিং কোবরা (king cobra) মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানুষের মত! দেখে গা শিউড়ে ওঠার জোগাড়।
সুশান্ত বলেন, সাপটি যেন সত্যিই দাঁড়িয়ে পড়ে মানুষের চোখে চোখ (Eye to eye) রাখার চেষ্টা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি মাটি থেকে অনেকটা উচুঁতে উঠে দাঁড়িয়ে আছে আর তার লেজের অংশটা কেবল নিচে স্থির হয়ে রয়েছে।
ইতিমধ্যেই ভিডিওটি আলোড়ন তুলে দিয়েছে ইন্টারনেটে। যেখানে নানান মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। কিছু লোক বলেছেন, মাটিতে কম্পন অনুভব করে সাপ সহজেই অনুমান করতে পারে আশেপাশে কেউ আছে কিনা । সুতরাং, ভিডিও করার সময় সুশান্তর পায়ের আওয়াজে হয়ত সাপটি অনুমান করতে পেরেছিল কেউ তার আশেপাশে আছে ফলে সতর্ক হয়েই সে উঠে দাঁড়ায়।
দেখুন ভিডিও-
অনেকে আবার সুশান্তকে বলেছেন, ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য দিতে। এই মন্তব্যে ক্ষুব্ধ অন্য এক ব্যক্তি জানান, ভিডিওতে যা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ সত্যি কারণ মন্তব্যকারী নিজেই এই একই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। গ্রামে এরকমই দাঁড়িয়ে থাকা সাপ দেখে রীতিমতো পালিয়ে যেতে হয়েছিল তাঁকে।
ওই ব্যক্তির মতামতকে সমর্থন জানিয়ে আরেকজন টুইটার ব্যবহারকারী বলেন, মোটামুটি বেশিরভাগ সাপই নাকি দাঁড়াতে পারে। কিং কোবরা যেহেতু প্রায় ১৫ - ১৮ ফিট লম্বা হয় তাই সহজেই তারা শরীরের এক তৃতীয়াংশ মাটি থেকে উপরে তুলে দাঁড়াতে পারে। যা দেখে সাধারণ মানুষের মনে হবে যেন সাপটি সরাসরি চোখের দিকেই তাকিয়ে আছে।
মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় গ্রাফ নিয়ে জটিলতা! জট কাটাল পর্ষদ