Latest News

ফুটবলে কিক! মাঠের মধ্যে ‘ব্যাকপাস-ট্যাকেল’ দেখিয়ে মন মাতাল এক হাতি, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কখনও ব্যকপাস, কখনও পেছনের পা দিয়েই বল ট্যাকেল করার চেষ্টা করেছে এক হাতি! হ্যাঁ, ঠিকই পড়েছেন মাঠে নেমে কিছুক্ষণ একাই ফুটবল খেলল সে। নেট পাড়ায় ছড়িয়ে পড়া ভিডিও (Viral Video) দেখে হাসির রোল উঠেছে।

অসমের (Assam) সেনা ক্যাম্পের মাঠে একপ্রস্থ ফুটবল খেলে গা করল হাতিটি (Elephant Played Football)। সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। কী আছে ভিডিওতে? অসমের গুয়াহাটির রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল মস্ত এক হাতি। তার পর দুলকি চালে রাস্তা পার হয়ে নেমে পড়ে পাশের মাঠে। মাঠে তখন জোরকদমে চলছে ফুটবল খেলা।

কিন্তু হাতিকে আসতে দেখেই বল ফেলে মাঠ খালি করে দেন খেলোয়াড়রা। মাঠে নেমে ধীরে ধীরে বলের কাছে এগিয়ে যায় হাতিটি। প্রথমে সামনের পা দিয়ে, পরে পেছনের পা দিয়ে বলটিকে আয়ত্তে আনার চেষ্টা করে। কিছুক্ষণ এভাবে খেলার পর কিছুটা ‘বিরক্ত’ হয়েই মাঠ ছাড়ে সে।

স্থানীয়দের কথায়, খাবারের আশায় মাঝেমধ্যেই হাতিরা লোকালয়ে চলে আসে। তবে এভাবে ফুটবল খেলার দৃশ্য হয়তো আগে দেখেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এখন এই হাতিটিকে নিয়ে চর্চা চলছে।

রেশন দোকানেই মদ বিক্রির আবদার! কেন্দ্রকে চিঠি বাংলার ডিলারদের

You might also like