Latest News

কন্ডোম রাখছেন তো? সেক্স যেন সেনসেক্স না হয়, ডিউরেক্সের বিজ্ঞাপন ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই শেয়ার বাজারের অবস্থা ভাল না। পতন হচ্ছে তো হচ্ছেই। যাঁরা মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন, তাঁরাও মনে করছেন ঝুঁকিতে পড়ে গিয়েছেন। সেই প্রেক্ষাপটে ডিউরেক্সের (durex) কন্ডোমের বিজ্ঞাপন ভাইরাল হয়ে গেল।

ইনস্টা রিলে ডিউরেক্স দেখিয়েছে, মিউচুয়াল ফানে অর্থাৎ দু’জনের সম্মতিতে যৌন আনন্দে (Safe sex twist) মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকি (Mutual Fund Disclaimer) নেই। শুধু কন্ডোম রাখলেই হবে। তাহলে সেক্স কখনও সেনসেক্সের মতো গোঁত্তা খেয়ে পড়বে না।

দেখুন সেই বিজ্ঞাপনটি।

ইদানীং দেশি-বিদেশি সমস্ত কন্ডোম প্রস্তুতকারক সংস্থা সামাজিক, রাজনৈতিক ঘটনাবলিকে জুড়ে দিচ্ছে তাদের বিজ্ঞাপনে। সম্প্রতি বাংলাদেশে গ্রামীণ রাস্তার হাল নিয়ে নাগরিক ক্ষোভ তুঙ্গে উঠেছিল। সেই সময়ে ওই সংস্থাটি তাদের বিজ্ঞাপনে একটি কাদায় ভরা রাস্তার ছবি দিয়ে বিজ্ঞাপনী পোস্টারে লিখেছিল, ‘যেন পিছলে না যায়!’

বিশ্বকাপের সময়েও দেখা গিয়েছে নানান ঘটনা ও খেলোয়াড়দের নামকে পান করে বিজ্ঞাপন তৈরি হচ্ছে। ডিউরেক্স বরাবরই ধরনের সৃজনশীল বিজ্ঞাপনে ছাপ রাখে। এই ইনস্টায় ব্যবহার করা হয়েছে শেয়ারবাজারের প্রতীক ষাঁড়কেও। যা কার্যত সোশ্যাল মিডিয়ায় হইহই করে ছড়াচ্ছে।

বাজেট সুপারহিট, ‘পাঠান’কেও টেক্কা দেবে! নির্মলা-স্তুতি বসপা সাংসদের

You might also like