শেষ আপডেট: 13th October 2023 20:55
দ্য ওয়াল ব্যুরো: অনেক সময়ে শপিংয়ে বেহিসাবি খরচ হয়েই যায়। কোনও কোনও মাসে হাজার খানেক বেশি খসতেই পারে! কিন্তু তাই বলে এক সপ্তাহে শপিং করে ১৭ কোটি টাকা খরচ করেছে কেউ শুনেছেন কখনও? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই এমন খরচের নজির মিলেছে। স্বামীর উপার্জনের টাকাই বেলাগাম খরচ করেছেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে সেই ব্যয়ের খতিয়ানও দিয়েছেন তিনি।
দুবাইয়ের এক কোটিপতি এবং প্রভাবশালীর স্ত্রী হলেন লিন্ডা আন্দ্রেদে। এর আগেও তাঁর অযথা খরচের বিষয়টি নেটদুনিয়ায় প্রকাশ্যে এসেছে। সম্প্রতি তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে লিন্ডাকে বেশ গর্বের সঙ্গে বলতে শোনা যায়, কীভাবে তিনি মাত্র এক সপ্তাহের মধ্যে তাঁর স্বামীর ২ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা খরচ করেছেন।
লিন্ডা আন্দ্রেদে আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকতেন। মাত্র ১৯ বছর বয়সে দুবাইয়ের ধনকুবের রিকি আন্দ্রেদেকে বিয়ে করেন তিনি। লিন্ডার সোশ্যাল অ্যাকাউন্ট জুড়ে রয়েছে তাঁর বিভিন্ন সময়ের বিলাসবহুল খরচের বিবরণ। এমনকী একদিনে ২৪ হাজার টাকার কফিও খেয়েছেন তিনি। ২ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১৭ কোটি টাকা তিনি কীভাবে খরচ করেছেন, তাও বিশদে জানিয়েছেন। যেমন কেনাকাটায় খরচ করেছেন ২ কোটি ৯৬ লক্ষ টাকা। নগদে ১ কোটি ৯০ লক্ষ খরচ করেছেন তিনি। চকোলেট কিনেছেন প্রায় ৬ লক্ষ টাকার। এখানেই শেষ নয়, ১ কোটি ৬৩ লক্ষ টাকার সোনাও কিনেছেন তিনি।
২৪ বছর বয়সি লিন্ডা তাঁর এমন বেহিসাবী অভ্যাস সম্পর্কে বলেন, “নিজের এলাহি খরচ নিয়ে কথা বলতে আমার কোনও লজ্জা নেই।" বিপুল পরিমাণ সম্পদ এবং বিলাসবহুল জীবন, লিন্ডাকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ করে তুলেছে। তবে স্ত্রীর মন জোগাতে খামতি রাখেন না রিকিও। গত বছর দুবাইয়ের বুর্জ খালিফায় স্ত্রীর ২৩ তম জন্মদিন উদযাপনের ব্যবস্থা করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের এই বিলাসবহুল জীবন তুলে ধরার জন্য প্রায়ই সমালোচনার শিকার হতে হয় লিন্ডাকে। দরিদ্রদের অর্থ দান না করে এইভাবে যথেচ্ছ টাকা খরচের জন্য তাঁর বিরুদ্ধে প্রায়ই নিন্দায় সরব হন নেটিজেনরা। এতে অবশ্য ওই ধনকুবেরের স্ত্রী খুব একটা তোয়াক্কা করেন না। উল্টে নিজেকে লাস্যময়ী হিসেবে উপস্থিত করে নেটপাড়া মাতিয়ে রেখেছেন তিনি।