দ্য ওয়াল ব্যুরো: ত্বকের সুরক্ষার জন্য যে সানস্ক্রিন অপরিহার্য, তা নিয়ে কারও দ্বিমত নেই। রোদে বেরোনোর আগে ভাল করে মেখে নিতে হয় মুখে-গায়ে, তাহলে আর সূর্যের ক্ষতিকর রশ্মি থাবা বসায় না ত্বকে। তবে সম্প্রতি ‘ড্রিঙ্কেবল সানস্ক্রিন’ নামের একটি নতুন পণ্য আলোচনার কেন্দ্রে এসেছে। এটি মাখার বদলে খেয়ে নিলে, শরীরের ভেতর থেকে সূর্যের ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করা সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি কার্যকর হলেও, প্রচলিত সানস্ক্রিনের বিকল্প কখনওই হতে পারে না।
ডার্মাটোলজিস্ট ডা. বিনতা শেঠি জানান, এই পানীয় সানস্ক্রিনটি মূলত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনযুক্ত একটি ওরাল সাপ্লিমেন্ট, যা শরীরের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করে। তবে এটি সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি আটকায় না সানস্ক্রিনের মতো।