শেষ আপডেট: 6th December 2023 14:32
দ্য ওয়াল ব্যুরো: পোষ্য হিসাবে কুকুর অনেকেরই প্রিয়। যুগ যুগ ধরেই কুকুরের সঙ্গে মানুষের এক অদ্ভুত নিবিড় সম্পর্ক রয়েছে। প্রশিক্ষণ দিলে নানান আদবকায়দাও শেখানো যায় এই প্রাণীটিকে। শুধু তাই নয়, নিজের চারপাশের নানান ঘটনার প্রতিক্রিয়াও দিব্যি দিতে পারে চারপেয়ে। ঠিক যেমনটা দেখা গিয়েছে সাম্প্রতিক এক ভিডিওতে। যেখানে একটি কুকুরকে অরিজিৎ সিংহের গানে গলা মেলাতে দেখা গিয়েছে। যা দেখে তাজ্জব নেটপাড়া।
সোশ্যাল মিডিয়ায় আজকাল কুকুরের নানান কীর্তির দৃশ্য প্রায়ই সামনে আসে। কখনও প্রভুর সঙ্গে খুনসুটি, আবার কখনও নিজের বিভিন্ন ভাবভঙ্গিতে সকলকে অবাক করে দেয়। আর এবার অরিজিৎ সিংহের গান গাইতে দেখা গেল একটি কুকুরকে। গানের জগতে এখন অরিজিৎ সিংহের ভক্তের সংখ্যা কম নয়। সেই তালিকা যে আর শুধুমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা জানা গেল ভাইরাল হওয়া ভিডিও থেকে। অরিজিতের "তুঝে কিতনা চহনে লগে" গানটি শুনে কুকুরটি দিব্যি নিজের ভঙ্গিমায় গেয়ে ওঠে। নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
View this post on Instagram
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, একটি ঘরের টিভিতে একের পর এক গান চলছে। সামনেই সোফাতে বেশ গুটিসুঁটি করে বসে রয়েছে বাড়ির পোষ্য। আর কবীর সিং সিনেমার "তুঝে কিতনা চহনে লগে" গানটি বাজতেই কুকুরটি উঠে দাঁডায়। অরিজিতের গানে নিজেও বেশ গলা মেলাতে শুরু করে। মজার ছলে ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ''প্রিয় গান, দিল কা দরিয়া শুনে কুকুরের প্রতিক্রিয়া।''
ইতিমধ্যে ৩ লাখের বেশি মানুষ ভিডিও দেখেছেন। এসেছে অজস্র মানুষের প্রতিক্রিয়াও। যেমন এক নেটাগরিক বেশ রসিকতা করে লিখেছেন, "ভাই সম্প্রতি ব্রেকআপ হয়েছে।" আরেকজন একই সুরে বলেন, "ও নিশ্চয়ই প্রিয় কাউকে মিস করছে।" তবে ভিডিওটি যে সকলের বেশ পছন্দ হয়েছে তা লাইক, কমেন্টের বন্যা দেখলেই পরিষ্কার।