শেষ আপডেট: 12th December 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: ছোট-বড় সকলেই জীবনের কোনও না কোনও সময় দাঁতের সময় ভোগেন। আর দাঁতের যন্ত্রণার কথা তো বলাই বাহুল্য। দুধের দাঁত পড়ে যাওয়া থেকে বার্ধক্যে নড়বড়ে দাঁতের সমস্যার মুখে পড়তে হয় সকলকেই। এছাড়াও দাঁতের নানান উপসর্গের হাত থেকে নিষ্কৃতি পেতে দৌড়তে হয় দন্ত চিকিৎসকের কাছে। কিন্তু, প্রাণিজগতে এমনও পাখি আছে, যারা খুব সহজেই এই সংকটের সুরাহা করে দিতে পারে।
যেমন- প্লোভার। বন্য প্রাণিজগতে মিশরীয় প্লোভার পাখি হল কুমিরের দাঁতের ডাক্তার। শুনে পিলে চমকে উঠলেও ভয়ঙ্কর উভচর প্রাণী কুমিরের সঙ্গেই ঘর করে থাকে প্লোভার। খাবারের বিনিময়ে কুমিরের দাঁত পরিষ্কার করে দেয়। ছোট্ট পাখিটি কুমিরের মুখের ভেতরে ঢুকে দাঁতের মাঝখানে আটকে থাকা খাদ্যকণা বা পোকামাকড় সরিয়ে দেয়। প্লোভার পাখির এই কাজের ফলে কুমিরের দাঁত পরিষ্কার হয়, সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয়। আবার এই দাঁত পরিষ্কার করতে গিয়ে প্লোভার পাখি পেয়ে যায় তার খাবার।
A parrot can be a dentist? On May 5, a deciduous tooth of a boy in China’s Zhejiang province was pulled out by his pet parrot in just one second! #pets #fun pic.twitter.com/SaVlYhHUuP
— Discover GuangZhou (@Discover_GZ) May 7, 2024
এবার সে রকমই আশ্চর্য হলেও সত্যি করে দেখাল একটি তোতা পাখি। ভয়ঙ্কর কোনও প্রাণী নয়, মানুষের নড়ে যাওয়া দাঁত তুলে চমকে দিয়েছে নেট দুনিয়াকে। কথা বলা, শিস দেওয়া ছাড়াও তোতা পাখির যে আরও নানা দক্ষতা আছে, সেটা প্রকাশ পেয়েছে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, চীনের ফোশান অঞ্চলে এক কিশোরের হাতে একটি তোতাপাখি। কিশোরটি তার মুখ ‘হাঁ’ করে, এরপর তোতাপাখিকে তার মুখের কাছে নিয়ে আসে। এ সময় তার নড়াচড়া করা একটি দাঁত তুলে দিতে পাখির মুখটা সেই জায়গায় দেয়। খুব দ্রুত ও নির্ভুলভাবে তোতাপাখি কিশোরের নড়বড়ে দাঁতটি তুলে আনে। তোতাপাখি কিশোরের মুখ থেকে তুলে আনা দাঁতটি কাছে থাকা অন্য এক ব্যক্তির হাতে দিয়ে দেয়। ভাইরাল এই ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।
এক্সে ডিসকভার গুয়াং ঝু নামের এক আইডিতে ভিডিওটি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, তোতাপাখি কি ডেন্টিস্ট (দাঁতের চিকিৎসক) হতে পারে? চীনের ঝেজিয়াং প্রদেশে মাত্র এক সেকেন্ডে একটি কিশোরের নড়াচড়া করা দাঁত তুলে দিয়েছে তোতাপাখি। তোতাপাখি হয়তো দাঁত তুলতে দারুণ দক্ষতা দেখিয়েছে। তবে একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে।
হিন্দুস্তান টাইমস সংবাদমাধ্যম এই খবর জানিয়ে শিকাগো এক্সোটিকস অ্যানিম্যাল হাসপাতালের বিশেষজ্ঞদের সতর্কবাণীও শুনিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের থুতু বা লালায় এমন রোগ সৃষ্টিকারী উপাদান থাকে, যা পাখির জন্য ক্ষতিকর হতে পারে। অনেক সময় এর বিষক্রিয়ায় পাখি আক্রান্ত হতে পারে। সুতরাং, পরামর্শ দেওয়া হচ্ছে যে, পাখির ঠোঁট কখনোই মানুষের মুখ কিংবা নাকের ভেতরে দেওয়া উচিত নয়।