শেষ আপডেট: 30th January 2025 21:23
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে কর্মচারীদের বোনাস দেয় অনেক সংস্থাই। কেউ এক মাসের বেতন বেশি দেয় তো কেউ নির্ধারিত কোনও অঙ্কের বোনাস দিয়ে থাকে। কিন্তু চিনে নতুন বছরে একদম অভিনব কায়দায় বোনাস দিল একটি ক্রেনের কোম্পানি। টেবিলে ছড়িয়ে দেওয়া হল টাকা। এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
টাকা কে না চায়। পরিশ্রমের অর্ধেকই তো টাকার জন্য। টাকা দিয়েই তাই কর্মীদের খুশি করল চিনের একটি ক্রেন কোম্পানি। ৭০ কোটি টাকা বোনাস হিসেবে দেওয়া হল। চিনে নতুন বছর উদযাপনে ওই সংস্থার পদক্ষেপের প্রশংসায় নেটিজেনরা।
At #Henan Mine Crane Group's annual meeting, the boss handed out cash to employees and had them count the money! ???????? pic.twitter.com/EsbI399QYk
— China Perspective (@China_Fact) January 26, 2025
কীভাবে দেওয়া হল ৭০ কোটি?
৭০ কোটি কারও অ্যাকাউন্টে ফেলে দেওয়া হয়েছে, কাউকে চেক হিসেবে দেওয়া হয়েছে এমন না। একটি টেবিলে সাজিয়ে দেওয়া হয় ক্যাশ। সেখান থেকে তুলে নিতে হবে একে একে। যে যত পারবেন টাকা তুলে নেবেন এমন নয়। এক্ষেত্রে একটি নিয়ম রাখা হয়।
এই নিয়মেই রয়েছে অভিনবত্ব। যে যত টাকা গুনে তুলতে পারবেন, তত টাকা তাঁর। ১৫ মিনিট দেওয়া হয় সকলকে।
হেনান মাইনিং ক্রেন কোম্পানির এই বোনাসের খেলায় এক কর্মী ১২.০৭ লক্ষ টাকা পান।
ভিডিওটি কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে ইতিমধ্যে। অনেকেই কোম্পানিটির প্রশংসা করেন। এমন কোম্পানিতে আগামীদিনে চাকরি করার আশা প্রকাশও করেন।
চিনের বেশ কিছু রিপোর্ট বলছে, এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালেও এমন বোনাস দিয়েছিল কোম্পানিটি। সেসময়ও শিরোনামে উঠেছিল তারা।