শেষ আপডেট: 25th September 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর বায়ু বাকি আর শ্বাস নেওয়ার যোগ্য নেই। বাতাসে বিষ মিশছে প্রতিদিন, ধুলোয়-ধোঁয়ায়-দূষণে ভরা সেই হাওয়া একটু একটু করে ফুসফুসে প্রবেশ করেছে রোজ। অসুখ দানা বাঁধছে গোপনে। প্রত্যেকদিনের এই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিতে নিতে ক্লান্ত মানুষ এমন জায়গা খোঁজেন, যেখানে বাতাস নির্মল। যন্ত্রসভ্যতার ধুলো নেই, গাড়ির ধোঁয়া নেই। নেই দূষণ। তেমন জায়গা রয়েছে এই পৃথিবীতেই। বস্তুত, এই জায়গাতেই পৃথিবীর বাতাস নাকি নির্মলতম (cleanest air)।
জানেন কোথায় আছে এই জায়গা? বিবিসির রিপোর্ট অনুযায়ী, এই জায়গাটি অস্ট্রেলিয়ার কাছে তাসমানিয়ার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি উপদ্বীপ, যার নাম কেপ গ্রিম (Cape Grim)। বিশুদ্ধ বাতাসের উপস্থিতির কারণেই এই নির্জন জায়গাটি ক্রমশই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কেপ গ্রিম পৃথিবীর শেষ প্রান্ত হিসাবে পরিচিত। মানুষের বাসস্থান থেকে এই জায়গাটি এতটাই দূরে যে এখানে গিয়ে পৌঁছানো অত্যন্ত কঠিন। বায়ুর গুণগত মান পরিমাপ করে, এমন একটি সংস্থার রিপোর্টে দেখা গেছে, এই জায়গাতেই পৃথিবীর বাতাস সবচেয়ে দূষণমুক্ত।
এই এলাকায় ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়। সেই বায়ু আসলে অ্যান্টার্কটিকা থেকে আসা অপরিশোধিত বায়ু। অ্যান স্ট্যাভার্ট জানিয়েছেন, বাতাসের গতি এবং বাতাসের দিকনির্দেশের ডেটা ব্যবহার করে জানা গেছে, কেপ গ্রিমের অন্তত ৩০% বাতাসকে বিজ্ঞানীরা "বেসলাইন" বলে বিবেচনা করেন। অর্থাৎ, স্থানীয় বায়ুমণ্ডলীয় উপাদানগুলির প্রভাব পড়ে না এই বায়ুতে।
কেপ গ্রিম বাদ দিলে হাওয়াইয়ের মৌনা লোয়া স্টেশন, ম্যাককুয়ারি দ্বীপ, অ্যান্টার্কটিকার কেসি স্টেশন এবং এনওয়াই-আলেসুন্ডের সালবার্ড শহরের বায়ুও অত্যন্ত পরিশুদ্ধ।
যাঁরা কেপ গ্রিমে যেতে পারেন, তাঁদের কথা আলাদা। কিন্তু যাঁরা পারেন না? উন্মুক্ত পরিবেশে নির্মল বাতাসে প্রাণভরে শ্বাস নেওয়ার কি সুযোগ পাবেন না তাঁরা? তাঁদের সেই সুযোগ করে দিচ্ছে তাসমানিয়ার ব্যবসায়ীরা। তাঁরা বোতলে ভরে কেপ গ্রিমের বিশুদ্ধ শীতল বায়ু বিক্রি করছেন বহির্বিশ্বের মানুষের কাছে। দূষণযুক্ত পরিবেশে থাকা মানুষজন দিব্যি টাকা দিয়ে সেই বাতাস কিনছেন।
মনিবের ট্রেনিংয়ে খাকি পোশাক দেখেই কামড়! মাদক ব্যবসায়ীর বাড়িতে কুকুরের হামলার মুখে পুলিশ