শেষ আপডেট: 23rd February 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: কিছু না করেই একদিনে ৩৫ লক্ষ টাকা কামাচ্ছেন চিনের ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করলেন তিনি। দেখে তাজ্জব নেটপাড়া। সকলের মুখে এখন একটাই প্রশ্ন, এমনও হয়। কীভাবে হয়।
চিনের অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার গু শিসি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা ৫০ লক্ষের কাছাকাছি। সম্প্রতি লাইভে এসে তিনি দাবি করেনস দিন ৩ লক্ষ ইউয়ান তাঁর আয়। দাবি, সারাদিন বিছানায় শুধুমাত্র শুয়ে থেকে নাকি এই টাকা আয় করেছেন তিনি।
তাঁর এমন কথা ও দাবি শুনে অনেকেই ব্যাঙ্গ করতে শুরু করেন। সমালোচনায় ভরে যায় তাঁর পোস্ট। ইনফ্লুয়েন্সারের দাবি, যত তাঁর সমালোচনা মানুষ করবে, তাঁকে দেখে মন্তব্য করবে, তত তাঁর আয় বাড়বে। মাসে নয় একেক দিনে লাফিয়ে বাড়ছে রোজগার।
এই ধরনের অদ্ভুত কাজ বা দাবি তিনি আগেও করেছিলেন। সমালোচনার মুখে পড়েছেন, তাও নতুন নয়। একবার শিরোনামে উঠে এসেছিলেন টেবিল টেনিস বল গিলে ফেলার জন্য। নাম জড়ায় অশ্লীল কন্টেন্ট ছড়ানোর ঘটনাতেও। অ্যাকাউন্টের রিচ বাড়াতে তিনি নাকি লাইভ স্ট্রিমে স্নান করেন। যেখানে নিজের নিতম্ব ধুয়েছিলেন সকলের সামনে। এছাড়াও ১৫ বছর বয়সে মারামারি করে জেলে গিয়েছিলেন তিনি। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছয় মাসে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে।
শেষ কয়েক বছর ধরে আয় নিয়ে সকলের সামনে কথা বলা শুরু করেন। সেসব ভিডিও বহু মানুষ দেখেন ফলে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার সর্বত্র। কখনও লক্ষ লক্ষ টাকা দিয়ে ভিলা কেনার কথা বলে শিরোনামে এসেছেন। কখনও আবার বিলাসবহুল জীবনযাপনের কথা বলে।
সমালোচনা হলেও তাঁর অবশ্য দাবি, 'আমি চুরি করিনি, ডাকাতিও করিনি। আমাদের সমস্ত আয় কঠোর পরিশ্রমের ফল। আমি বলেছিলাম যে আমি কিছুই করিনি সারাদিন, সেটা শুধুই সমালোচকদের রাগানোর জন্য। সত্যিই কি আমি কিছু না করেই আয় করতে পারি?'
এসব মন্তব্য করলেও নেটিজেনরা সমানভাবে ধিক্কার করেন। ক্ষোভ প্রকাশও করেন অনেকে।