শেষ আপডেট: 6th January 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: চিনে, কোভিড-১৯-এর ওষুধের ব্যবহার বেড়েছে। ২০২০-এর আসা ভয়ঙ্কর সেই রোগের ওষুধ কেন ২০২৫-এ এত বেশি ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন জেগেছে। জানা গিয়েছে, বিড়ালের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে কোভিড-১৯-এর ওষুধ। পোষ্যা বিড়ালদের জ্ন্য মার্কের লেজভ্রিও (Lagevrio) ওষুধ ব্যবহার করছেন ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস (FIP) নামক প্রাণঘাতী রোগের চিকিৎসায়।
এই রোগটি আগে কোনও সহজ চিকিৎসা ছিল না, কিন্তু এই ওষুধটি এখন অনেক বিড়ালের জীবন বাঁচাচ্ছে বলেই জানা গিয়েছে চিনা সংবাদমাধ্যম সূত্রে। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোষা বিড়ালের জন্য ওষুধটি ব্যবহার করা হচ্ছে। আর বিড়ালের মালিকেরা তার অভিজ্ঞতা শেয়ার করছেন। জানাচ্ছেন, এই ওষুধ ব্যবহার করার পরে তাঁদের বিড়াল কম অসুস্থ হচ্ছে। এক কথায় তাদের আর কথায় কথায় ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে না।
মার্কের এক মুখপাত্র জানিয়েছে, কোম্পানি এই ওষুধ বিড়ালের উপর পরীক্ষা করেনি এবং ভবিষ্যতে করার পরিকল্পনাও নেই। লেজভ্রিও-এর দাম অনলাইনে প্রায় ১,৭২৫ ইউয়ান (প্রায় ২৩৬ ডলার), যা একাধিক বিড়ালের চিকিৎসায় ব্যবহার করা যায়।
অনেক মালিক বলছেন, মানুষের ওষুধের ডোজ সামঞ্জস্য করে বিড়ালের জন্য ব্যবহার করা সহজ এবং সস্তা। ২০২০ সালে কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী শুরু হওয়ার পর, এটি শুধুমাত্র মানুষের জন্যই নয়, পশুদের জন্যও নানা ধরনের সমস্যার সৃষ্টি করেছিল। মহামারির সময়কালে, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণীদের নানা রোগ দেখা দিতে থাকে। তবে, এর মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে যখন চিনে পোষা বিড়ালদের জন্য কোভিড-১৯ চিকিৎসার কিছু নতুন উপায় আবিষ্কৃত হয়।