শেষ আপডেট: 11th March 2025 15:18
জোকারের মৃত্যুর পরেই শোকে ভেঙে পড়েন সু। তিনি চিনের পেট ক্লোনিং প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন এবং ২০১৭ সালে চিনের প্রথম ক্লোন করা কুকুরের কথাও জানতে পারেন। এর পরেই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিজের কুকরের ক্লোনিং করানোর সিদ্ধান্ত নেন তিনি।
এর পরেই বিজ্ঞানীরা জোকারের ত্বকের নমুনা সংগ্রহ করে একটি ভ্রূণ তৈরি করেন এবং সেটি এক সারোগেট কুকুর মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়। প্রায় এক বছর পরে, ২০২৪ সালে সু তাঁর ক্লোন করা নতুন কুকুরটিকে পান। এবার নাম দেন, ‘লিটল জোকার’। স্বাভাবিক ভাবেই নতুন কুকুরটির সঙ্গে পুরনো জোকারের মিল অবিশ্বাস্য। এমনকি নাকের পাশে চিহ্ন থেকে শুরু করে আচরণ-- সবই অভিন্ন।
এই ঘটনা নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ক্লোনিং পদ্ধতিকে অত্যাধুনিক বিজ্ঞান হিসেবে প্রশংসা করেছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন, সারোগেট প্রাণীদের জন্য এই প্রক্রিয়া কতটা নৈতিক। তবে সু দাবি করেছেন, সারোগেট কুকুরদের যথাযথ যত্ন নেওয়া হয় এবং তাদের অনেককে পরবর্তীতে দত্তকও দেওয়া হয়। তিনি বলেন, 'নতুন কুকুরটিকে যত্ন করার মধ্যে দিয়ে কিছুটা হলেও জোকারকে হারানোর শোক ভুলতে পেরেছি।'