শেষ আপডেট: 3rd October 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো: গার্হস্থ হিংসার অভিযোগ তুলে ডিভোর্স দিতে চায় স্ত্রী। কিন্তু তাতে কোনও মতেই রাজি নন ব্যক্তি। ডিভোর্সের মামলা আদালতে উঠতেই নাটকীয় মোড়। চিনের এই ঘটনায় হইচই নেট দুনিয়ায়।
চিনের সিয়াচেন প্রদেশের এক মহিলা চে, তাঁর স্বামীর বিরুদ্ধে মারধর ও অত্যাচারের অভিযোগ তোলেন। মদ্যপ অবস্থায় স্বামীর কোনও জ্ঞান থাকে না, এমনই জানান আইনজীবীকে। সে কারণে ডিভোর্সের দাবিও করেন। কিন্তু স্ত্রীর প্রতি ভালবাসা ও একসঙ্গে ২০ বছর সংসার করার ফলে, ডিভোর্সে রাজি হননি তাঁর স্বামী।
মামলা ওঠে আদালতে, সেখানে দু'পক্ষেরই মত শুনে আদালত জানায়, ঝগড়া, ঝামেলা থাকলেও ২০ বছর ধরে একসঙ্গে থাকায়, ভালবাসা-টান দুই রয়েছে এই সম্পর্কে। তাই ফের মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ডিভোর্সের দাবি খারিজ হয়।
কিন্তু মহিলা জানান, অত্যাচার তিনি আর সহ্য করতে পারবেন না। ফলে ফের মামলা আদালতে ওঠে। সেখানেই ঘটে বিপত্তি। আইনজীবীকে কিছু বলার আগেই মহিলাকে পিঠে চাপিয়ে জোর করে আদালত চত্বর থেকে নিয়ে পালান তাঁর স্বামী। জানা যায়, ডিভোর্স যাতে না হয়, সে জন্যই এমন কাজ করেছেন তিনি।
পরে অবশ্য ক্ষমা চেয়ে একটি চিঠি আদালতে পাঠান ওই ব্যক্তি। তিনি চিঠিতে জানান, অত্যন্ত আবেগপ্রবণ হয়ে একাজ করেছেন তিনি। পরে বুঝতে পেরেছেন ভুল হয়েছে। এমন কাজ আর কখনও হবে না বলেও আশ্বস্ত করেন চিঠিতে।
কথায় আছে না, শেষ ভাল যার সব ভাল তার! এক্ষেত্রেও তাই হয়। এই ঘটনার পর স্বামীর সঙ্গে থাকতে রাজি হন চে।