শেষ আপডেট: 6th March 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: একজন বৃদ্ধর জীবনের শেষ দিনগুলোকে উদযাপন করার ভিডিও মন ছুঁয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের। ক্যানসারে আক্রান্ত এই ব্যক্তি, যাঁর কাছে সময় খুব কম। কাছের মানুষদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে চেয়েছিলেন। তাই নিজের জন্য আয়োজন করলেন এক 'গুড বাই' পার্টি।
তাঁর মেয়ে, ইনস্টাগ্রামে ‘বিবি ব্রজোজকা’ নামে পরিচিত, বৃদ্ধর অর্থাৎ তাঁর বাবার সাহসী সিদ্ধান্ত নিয়ে লেখেন, “আমার বাবা একজন কিংবদন্তি! আমাদের দেশে, পোল্যান্ডে, মৃত্যুর কথা স্বীকার করা অনেক সময় মনে করা হয় হাল ছেড়ে দেওয়ার মতো। এটাকে দুর্ভাগ্যের লক্ষণ হিসেবেও ধরা হয়। আমাদের এখানে STYPA নামে একটা প্রথা আছে, যেখানে কারও মৃত্যুর পর তাঁকে সম্মান জানানো হয়।”
কিন্তু তাঁর বাবা চাননি এমন একটা আয়োজন, যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারবেন না। তাই সাহসী সিদ্ধান্ত নিলেন—নিজের জন্য এক বিদায়ের উৎসবের। বিবি লেখেন, “এই পার্টিতে যাঁরা এসেছিলেন, তাঁদের অনেকেই বলছিলেন, এমন উৎসব তাঁরা নিজেদের জন্যও চান। বেঁচে থাকতেই নিজেদের জীবন উদযাপন করার এমন ভাবনা তাঁদের মুগ্ধ করেছে।”
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কীভাবে ওই ব্যক্তি ভালবাসার মধ্যে দিয়ে নিজের প্রিয়জনদের বিদায় নিচ্ছেন। তাঁর এই উদ্যোগ অনেকের মন ছুঁয়ে গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিওতে।