শেষ আপডেট: 5th January 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: ১৭৪ কেজি ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ব্রাজিলের যুবক। ২৯ বছর বয়সে শুরু করা সেই যাত্রা নজর কেড়েছিল বহু মানুষের। অনুপ্রেরণা জুগিয়েছিল স্থূলতার মতো সমস্যায় ভোগা ছেলে-মেয়েদের। সেই যাত্রা থামল ৩৭-এ। মৃত্যু হল এই ইনফ্লুয়েন্সারের।
গ্যাব্রিয়েল ফেইতাস। ব্রাজিলের টেলিভিশনের পরিচিত মুখ। রিয়্যালিটি শো-য়ে দেখা গিয়েছিল তাঁকে। এই টিভি স্টার সকলের নজরে এসেছিলেন ২০১৭ সালে। কার্যত অবিশ্বাস্য কাজ করেছিলেন তিনি। কমিয়ে ফেলেছিলেন ওজন। যা খুব সহজে কেউ ভাবতে পারে না। এক সঙ্গে ১৭৪ কেজি ওজন কমিয়েছিলেন।
ডিসেম্বরের ৩০ তারিখ তাঁর ঘুমের মধ্যে মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ইনফ্লুয়েন্সারের। সেই খবর তাঁর বন্ধু সকলকে দেন। ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট সত্তর হাজারেরও বেশি মানুষ ফলো করেন। তারা সকলেই অবাক হন।
কিছুদিন আগেই তিনি বাবা ও ভাইকে হারিয়েছেন, সেই শোক কাটার আগেই নিজে চলে গেলেন। তাঁর বন্ধু রিকার্ডো জানান, 'গ্যাব্রিয়েল ঘুমের মধ্যে শান্তিতে চলে গেছে। ওকে ভুগতে হয়নি। এটা শান্তির মৃত্যু। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করতে হয়েছে ওকে। ওকে বিরাট সম্মান করি আমি। ওর মতো মনের মানুষ খুব কমই রয়েছে।'
View this post on Instagram
তাঁকে প্রথম ব্রাজিলের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রোগ্রামা দো গুগু-তে প্রথম দেখা যায়। সামনে আসে তাঁর লড়াইয়ের কথা। তিনি সেসময় জানান, 'আমি গ্যাব্রিয়েল ফেইতাস, বয়স ২৯। ৩২৯ কেজি ওজন। যখন আমি ওজন কমানোর যাত্রা শুরু করি তখন মাত্র ১০ কেজি ওজন কমিয়েছিলাম। তারপর সেসব রেকর্ড করারও ইচ্ছে হয়। আমি চেয়েছিলাম আমার ওজন কমানোর যাত্রা সকলের সঙ্গে শেয়ার করি। যাতে যারা চাইছেন ওজন নিয়ন্ত্রণে রাখতে তাঁর যেন তা পারেন।'
জানা যায়, মাত্র দেড় বছরে যুবক ১১৪ কেজি ওজন কমিয়েছিলেন। তারপর আরও খানিকটা কমে। মাঝে বাবা ও ভাই মারা যাওয়ায় সে যাত্রায় ভাটা পড়ে।
তিনি চলে গেলেও তাঁর ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় রেকর্ড করা ভিডিও থেকে যাবে। বছরের পর বছর অনুপ্রেরণা জোগাবে বহু মানুষকে।