
দিনভর ভেলপুরি বিক্রির মাঝেই নাচগানের দারুণ অঙ্গভঙ্গি! ভাইরাল রিল ভিডিও, দেখুন আপনিও
দ্য ওয়াল ব্যুরো: ভেলপুরির (Bhelpuri) পসরা সাজিয়ে রাস্তা-ঘাটে, ট্রেনে-বাসে বিক্রি করেন সাগিতা। ভেলপুরির সাজের বহর দেখেই জিভে জল চলে আসে। সাগিতা (Sagita) যে শুধু সুন্দর ভেলপুরি বানান তাই নয়, তিনি খুব ভাল রিলও (Reel) বানান।
কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। সাগিতাও তাই। প্ল্যাটফর্মে ভেলপুরির ঝুরি নিয়ে বসে তিনি ঠোঁট মেলাচ্ছেন অভিজিৎ ভট্টাচার্য এবং সাধনা সরগমের ইয়ে জো তেরি পায়লোন কি চান চান হ্যায় গানে। শুধু যে ঠোঁট মেলাচ্ছেন তাই নয়, সঙ্গে রয়েছে অঙ্গ-ভঙ্গিও।
মহারাষ্ট্রের বাসিন্দা সাগীতা গায়কওয়াড়। ইন্সটাগ্রামে বিভিন্ন গানে রিল বানিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। লক্ষ লক্ষ ভক্ত তাঁর।
অলকা ইয়াগনিক থেকে উদিত নারায়ণ কেউই বাদ নেই সাগিতার তালিকায়।
সোশ্যাল মিডিয়া সব স্তরের মানুষকে সুযোগ করে দিয়েছে তাঁর সুপ্ত গুণকে সামনে নিয়ে আসার। এমন অনেক মানুষ আছেন, যাঁদের ভাল কাজগুলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সকলের কাছে পৌঁছায়।
সাগিতার মত এমন কত প্রতিভা আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে। তাঁদের আবিষ্কার করার সবচেয়ে সহজ মাধ্যম হয়তো এই নেট দুনিয়ায়।
স্কুলের বেহাল দশা! সাংবাদিকের ভূমিকায় একরত্তি ছেলে, ‘খবর’ দেখে মুগ্ধ নেট দুনিয়া