শেষ আপডেট: 7th September 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: প্যাশন ফলো করতে ৫৪ লাখের চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর যুবক। প্রন্তাপ চৌধুরি, কর্মরত ছিলেন একটি রিয়েল এস্টেট ওয়েবসাইটের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে। কিন্তু হঠাৎ চাকরি ছাড়ার এই সিদ্ধান্ত নেন এবং বর্তমানে তাঁর আয় আগের আয়ের ১০ শতাংশও নয়।
কেরিয়ার নিয়ে কোনও বিরক্তিই ছিল না তাঁর মধ্যে। সানন্দেই কাজ করছিলেন কিন্তু হারিয়ে যাচ্ছিল অনেককিছুই। যেটা মন থেকে চান ঠিক সেটা হয়ে উঠছিল না ফলে সিদ্ধান্ত নেন চাকরি ছাড়ার।
লিঙ্কডইনে বিষয়টি জানান প্রন্তাপ। মনে কথা খুলেই সেখানে বলেন তিনি। জানা যায়, এই সিদ্ধান্ত নিতে তাঁর তেমন সমস্যা হয়নি তার কারণ, তিনি অবশ্যই মনে করতেন টাকা দিয়ে অনেককিছু কেনা যায়, কিন্তু টাকা দিয়ে সবকিছু কেনা যায় না।
ঘোষণার ৬ মাস আগেই চাকরিটি ছাড়েন তিনি। মানুষ ভালোবাসেন তাই মানুষের সঙ্গে একাত্ম হতেই গ্রামাঞ্চলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজটি ডিজিটাল হবে, অবশ্যই লাভজনক হবে।
তিনি জানান, চাইলেই ৯০ দিনে ৯.৮১ লক্ষ টাকা উপার্জন করতে পারতেন তিনি। কিন্তু তার বদলে সেই টাকার ১০ শতাংশের চেয়েও কম টাকা উপার্জন হচ্ছে তাঁর। যেটা হচ্ছে তা হল মনের মতো কাজ, কাজের মতো কাজ। পোস্টেই লেখেন, "আমি শেষ ৩ বছরে যেভাবে বেঁচেছি তার চেয়ে অনেক ভাল ও শান্তিতে বেঁচেছি শেষ ৩ মাসে।"
তিনি প্রতিদিন মানুষকে কিছু শেখানোর জন্য কাজ করে চলেছেন। কন্টেন্ট দিচ্ছেন এবং তা সকলের জন্য বিনামূল্যে।
বেঙ্গালুরুর এই যুবকের জার্নি অনেককেই অনুপ্রাণিত করেছে। অনেকে তাঁর পোস্টের নীচে কমেন্ট করে সে কথা জানিয়েছেনও।