শেষ আপডেট: 28th November 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট হল। অনেকেই নিজেদের এই যানবাহন নানা রকমভাবে সাজিয়ে থাকে। কেউ চাকায় আলো লাগায়, কেউ গায়ে ফুল বা সাজানোর কোনও জিনিস। কেউ ভাল মিউজিক বক্স তো কেউ সুন্দর সিট কভার। সম্প্রতি অটোতে গাছ লাগিয়ে পরিবেশ নিয়ে সচেতন করতেও দেখা গিয়েছে। কিন্তু অটোয় লাইব্রেরি বোধহয় এই প্রথম। এই কাজ বেঙ্গালুরুর এক অটো চালকের। তাঁর ঝুলিতে রয়েছে 'হোয়াই ডিভোর্স,' 'গড লাভস ইউ'-এর মতো একাধিক বই।
সম্প্রতি লিঙ্কইনে এই অটো চালক ও তাঁর লাইব্রেরি ভাইরাল হয়। নাম দেওয়া হয় মিনি লাইব্রেরি অন হুইলস। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিটি শেয়ার করে লোকেশ নামের এক ব্যক্তি বলেন, 'শুধুমাত্র বেঙ্গালুরুতে ফ্রিতে পাওয়া যাবে জীবনযুদ্ধের অনুপ্রেরণা, ট্র্যাফিকে আটকে গেলে বিরক্ত হওয়ার জায়গা নেই, এই মিনি লাইব্রেরি থেকে যেকোনও বই তুলে পড়তে শুরু করলেই হল।'
এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অটো চালককে স্যালুট তো জানিয়েছেনই, এগিয়ে যাওয়ার শুভেচ্ছাও জানিয়েছেন। অনেকে লেখেন, শুধুমাত্র বেঙ্গালুরুতে সম্ভব। আবার একজন লেখেন, একজন অটো চালক জীবনে চলার শিক্ষা দিচ্ছেন? এটা বিরল।
কিছুদিন আগে এই শহরেই আরেক অটো চালকও ভাইরাল হন। তিনি নিজের অটো সিটের পিছনে লেখেন, 'আমি একজন স্নাতক পাশ করা ছেলে। নাম স্যামুয়েল ক্রিস্টি। আমি ব্যবসা করতে চাই। আমাদের ব্যবসার কথা বলুন। ব্যবসা সংক্রান্ত ভাবনা থাকলে, সেটা দিন।'