শেষ আপডেট: 26th March 2025 22:51
দ্য ওয়াল ব্যুরো: মাকে জন্মদিনের উইশ করল সুন্দরী। আদরে ভরিয়ে দিল বিশেষ দিনে। করুণ দুটো চোখ দিয়েই বুঝিয়ে দিল, কতোটা ভালবাসে। এ এক সুন্দরী ও তার মায়ের মিষ্টি গল্প।
সুন্দরীর মা মলি চক্রবর্তীর জন্মদিনের একটি ভিডিও বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেখা যায়, মলিদেবীকে সুন্দর করে আদর করে দিচ্ছে সুন্দরী। ও গরু। মলিদেবীর মেয়ের মতোই। মুখে কিছু বলতে না পারলেও জন্মদিনে মাকে নিজের ভঙ্গিতে উইশ করে। যা পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।
জন্মদিনের সকালে মা-মেয়ের মিষ্টি কথোপকথনের ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন মলিদেবী। ক্যাপশনে লেখেন, 'আমার জীবনের সবচেয়ে সুন্দর জন্মদিন। কারণ সুন্দরী এখন আমার জীবনে আছে।'
ভিডিওতে শুনতে পাওয়া কথাগুলো ছিল এমন, 'মায়ের জন্মদিন, একটু হ্যাপি বার্থডে বলে দাও...
ও সকাল সকাল চলে এসেছে। মায়ের কাছে বসে আছে। হ্যাপি বার্থডে বলতে এসেছে। কত আদর করছে আমায়। এগলেস কেক আনবে যেন সুন্দরী খেতে পায়। '
হ্যাঁ সুন্দরী যেন খেতে পায়, কোনও ফল হোক বা সবজি, বিস্কুট হোক বা সামান্য খাবারের জিনিসও। সুন্দরীর কথা মাথায় রাখনে মলিদেবী ও তাঁর পরিবারের সকলে। সুন্দরী লম্বু (বিস্কুট) খেতে ভালবাসে, তাই লম্বু আসে তাঁদের বাড়িতে। আর এই লম্বু, স্ট্রবেরি বা আঙুর খেয়ে সুন্দরী বাড়ি যায়।
তাকে মেয়ের মতোই সাজিয়ে দেন মলিদেবী বা তাঁর মেয়ে। টিপ পরিয়ে, গায়ে চাদর দিয়ে রাখেন যতক্ষণ চোখের সামনে থাকে। মাঝেমধ্যে সে তার বন্ধু লক্ষ্মীদেরও নিয়ে চলে আসে নিজের কাছের মানুষের বাড়িতে। তাদেরও আপ্যায়নেও ত্রুটি রাখে না চক্রবর্তী পরিবার। সেসব কিছুই টুক টুক করে মলিদেবী নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন।
তাঁর প্রোফাইল খুঁজলে সুন্দরীর এমন অনেক ভিডিও পাওয়া যাবে, যা দেখে মন ভাল হতে বাধ্য।
সুন্দরীদের কথা সকলে বোঝে না। যাঁরা বোঝেন, তাঁদের ভালবাসায় খামতি রাখে না ওরা। নিজের সবটুকু দিয়ে ভালবাসে আর তা বুঝিয়েও দেয় এভাবেই চোখের চাউনি দিয়ে।