দ্য ওয়াল ব্যুরো: ছোট্টবেলায়, চরম অভাবের সংসারে, মাত্র ৬০০ টাকায় বিক্রি হয়ে গেছিল এক শিশু। নিয়ু গেনশেং নামের সেই মানুষটিই পরবর্তীকালে চিনে পরিচিত হয়ে ওঠেন 'ডেয়ারি গডফাদার' নামে। আজ দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ আইসক্রিম সাম্রাজ্যের কর্ণধার তিনিই। ৬৭ বছর বয়সি নিয়ু গেনশেং-এর এই অবিশ্বাস্য উত্থান কেবল আর্থিক সাফল্যের নয়, তাঁর মর্মস্পর্শী মানবিক সংগ্রাম ও সামাজিক দায়বদ্ধতারও অনন্য নজির।
ইনার মঙ্গোলিয়ার এক দরিদ্র পরিবারে জন্ম হয় নিয়ুর। আর্থিক টানাপড়েনের কারণে জন্মের কিছুদিনের মধ্যেই তাঁকে ৫০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ টাকা)-এর বিনিময়ে এক পশুপালক দম্পতির হাতে তুলে দেওয়া হয়। সেই ছোটবেলা থেকেই শুরু হয় কঠিন জীবনসংগ্রাম। কিছুদিনের মধ্যেই তার সেই পালক পিতামাতারও মৃত্যু হয়। একাই পথ চলা শুরু হয় নিয়ুর।