বুলগেরিয়ার মহিলা ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা ও ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামুস
শেষ আপডেট: 28th October 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: যা ভবিষ্যদ্বাণী করেছেন মিলে গেছে হুবহু। কয়েক হাজার বছর আগেই বলে দিয়েছিলেন কবে কী হতে পারে পৃথিবীতে। আর কদিন পরই নতুন বছরে পা রাখব আমরা। কেমন কাটবে সে বছর? সে কথাও লিখে দিয়ে গেছেন বুলগেরিয়ার মহিলা ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা ও ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামুস। যা কার্যত ভয়ঙ্কর।
২০২৪ সাল খারাপ কেটেছে অনেকেরই। যুদ্ধ পরিস্থিতি দেখেছে বিশ্ব। বন্যা, দুর্ঘটনা, মৃত্যু, খুন নিয়ে কার্যত নাজেহাল গোটা পৃথিবীর এই বছর যে এমনই কাটবে তা আগেই বলেছিলেন বাবা ভাঙ্গারা। এবার জানা গেল ২০২৫-এর ভবিষ্যদ্বাণীও।
২০২৫ সাল কার্যত ভয়াবহ কাটবে সকলের। অন্ধকার নেমে আসতে পারে পৃথিবীতে। হতে পারে একাধিক প্রাকৃতিক বিপর্যয়। যার মধ্যে ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা অন্যতম। এর ফলে মৃত্যু হতে পারে বহু মানুষের।
ভয়াবহ বন্যার সাক্ষীও নাকি থাকবে পৃথিবী। জীবনহানি হবে বহু মানুষের। এছাড়াও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। 'ক্রুয়েল ওয়ার' এই শব্দটি উল্লেখ করেছেন তিনি।
১৫৬৬ সালে মারা গেছেন নস্ত্রাদামুস। ১৯৬৬ সালে বাবা ভাঙ্গা। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ, ২০২২ সালে লন্ডনে অগ্নিকাণ্ড, কোভিড সবটাই হতে পারে বলে আগে জানিয়েছিলেন তাঁরা। ২০২৫-এ কী হতে চলেছে, এখন সেটাই দেখার।