শেষ আপডেট: 13th August 2022 09:55
দ্য ওয়াল ব্যুরো: প্রকাণ্ড মহাবিশ্বে (Space) রোজ কত কীই না ঘটে চলেছে। পৃথিবীর (Earth) মানুষের চোখের আড়ালেই প্রতিদিন মহাকাশজুড়ে লেগে রয়েছে নানা অসম্ভবের খেলা। চোখে টেলিস্কোপ লাগিয়ে দিনভর যাঁরা শূন্যে চেয়ে থাকেন, যাঁরা উদগ্রীব হয়ে থাকেন মহাজাগতিক কাণ্ডকারখানার হদিশ পেতে, একমাত্র তাঁরাই কিছুটা জানতে পারেন। তাঁদের জন্য গত কয়েকদিন ধরেই আকর্ষণের ডালি সাজিয়েছে মহাকাশ। গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কয়েকদিনও।
পাঁচ-পাঁচটি বিশালকায় গ্রহাণু (Asteroid) ছুটে যাচ্ছে পৃথিবীর এক্কেবারে কান ঘেঁষে। যার মধ্যে অন্তত তিনটি গ্রহাণু এমন পেল্লায় আকারের, যে পৃথিবীর এক-একটি বিরাট শহরের মাপের সঙ্গে তাদের ফারাক নেই। মহাকাশে দিক ভুল করে কোনওভাবে যদি একটি গ্রহাণুও পৃথিবীর গায়ে এসে ধাক্কা মারে, তাহলে আর রক্ষা থাকবে না। পৃথিবীর বুকে আস্ত শহরের মাপের এক-একটা গর্ত করে দিতে পারবে এই গ্রহাণু।
যে পাঁচটি গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে তার মধ্যে সবচেয়ে বড়টি ১১০ ফুট চওড়া। ঘণ্টায় ২০ হাজার ৫২০ কিলোমিটার বেগে পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার কথা এই বিশাল মহাজাগতিক পাথরখন্ডটির। রবিবার সকালে পৃথিবী থেকে এই গ্রহাণুর দূরত্ব থাকবে প্রায় ৪৭ লক্ষ কিলোমিটার। এর নাম দেওয়া হয়েছে ২০২২ ওটি১।
দ্বিতীয় বৃহত্তম গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২২ পিকে১। এটি ১০০ ফুট চওড়া। ১১ অগস্ট এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে ছুটে গেছে তীব্র গতিতে। নিরাপদেই তাকে পাশ কাটিয়েছে পৃথিবী। এর ঠিক পরের দিন অর্থাৎ ১২ অগস্ট আরও একটি গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করেছে। তার আকার তুলনায় ছোট ছিল। ৫৩ ফুট চওড়া সেই পাথরখন্ডের নাম দেওয়া হয়েছে ২০১৫ এফএফ।
দুটি গ্রহাণু চলে গেলেও এখনও তিনটি গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করেনি। সবচেয়ে বড় মাপের পাথরখন্ডটি রবিবার নীলগ্রহের পাশ দিয়ে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এছাড়া সেদিনই ছুটবে আরও একটি ছোট গ্রহাণু, ৭১ ফুটের ২০২২ ওএ৪। ১৬ অগস্ট শেষ পাথরখন্ডটি পৃথিবী পেরোবে, তার নাম দেওয়া হয়েছে ২০২২ পিডব্লিউ, প্রস্থ ৯৩ ফুট।
তবে বিজ্ঞানীদের গবেষণা বলছে, পাঁচটি গ্রহাণুর একটিও পৃথিবীকে স্পর্শ করবে না। যদিও পৃথিবীর খুব কাছ দিয়েই ছুটে চলে যাবে তারা, তবে নীলগ্রহের সঙ্গে সংঘাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে মহাকাশে কখন কী হয় কে বলতে পারে! দিক ভুল করে একটি পাথরখন্ডও যদি আরও একটি কাছে এগিয়ে আসে, তবেই ধ্বংস অনিবার্য।
আরও পড়ুন: রেলের বিরুদ্ধে ২৩ বছর লড়াই! ২০ টাকার মামলা জিতলেন মথুরার তুঙ্গনাথ