শেষ আপডেট: 14th April 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: অসমের ডিব্রুগড়ে তিনজন পাচারকারীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১১টি টোকে গেকো (Tokay Gecko) নামের বিরল প্রজাতির টিকটিকি উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তারা জানিয়েছে, প্রতিটি টিকটিকির মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ৬০ লক্ষ টাকা (ভারতীয় টাকায়)। শুধু বিরল প্রাণী হিসেবে নয়, এখন এই টিকটিকিগুলোর ব্যবহার হচ্ছে মহাকাশসংক্রান্ত গবেষণাতেও, যার ফলে এদের চাহিদা এবং দাম দুই-ই আকাশছোঁয়া।
এই বিশেষ প্রজাতির টিকটিকি মূলত অরুণাচল প্রদেশ ও অসমের নির্দিষ্ট কিছু এলাকায় পাওয়া যায়। এটিকে ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা প্রাপ্ত (Schedule I) প্রাণীর তালিকায় রাখা হয়েছে। ফলে এদের শিকার, পাচার বা রফতানি সম্পূর্ণ বেআইনি। অপরাধ প্রমাণিত হলে সাত বছরের জেল পর্যন্ত হতে পারে এবং এটি জামিন অযোগ্য অপরাধ।
গ্রেফতার হওয়া পাচারকারীদের নাম—দেবাশিস দোহুতিয়া (৩৪), মানস দোহুতিয়া (২৮), এবং দীপঙ্কর ঘরফালিয়া (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, তারা ডিব্রুগড় জেলার এক ধাবায় গোপনে দেখা করার জন্য এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। ওই অভিযানে ধৃতদের কাছে থাকা লাল রঙের একটি ব্যাগ থেকে ১১টি টিকটিকি উদ্ধার করা হয়। প্রত্যেকটিকে আলাদা করে নাইলনের ব্যাগে বেঁধে রাখা হয়েছিল বলে জানা গেছে।
টোকে গেকো কেন এত দামি?
চিনে এই টিকটিকিগুলি শুকিয়ে বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়। অ্যাজমা, ক্যানসার এমনকি যৌন সমস্যার ওষুধেও এর ব্যবহার আছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রাণীর পায়ের বিশেষ গঠনের কারণে মহাকাশ গবেষণাতেও এদের কাজে লাগানো হচ্ছে। বিশেষ করে, টোকে গেকোর পায়ের চোষকের (adhesive) গঠনকে অনুকরণ করে এমন প্রযুক্তি তৈরি করার চেষ্টা চলছে, যার মাধ্যমে মহাকাশে ভাসমান জঞ্জাল সংগ্রহ সহজ হবে।
₹60 lakhs + for a lizard? Not on our watch.
— Assam Police (@assampolice) April 11, 2025
Acting on intel from @WJCommission South Asia, @STFAssam & @dibrugarhpolice rescued 11 Tokay Geckos from traffickers, 3 persons have been arrested & vehicles seized.
The Geckos will be released back into the wild. pic.twitter.com/6L6bcWLLGK
এই অভিযান সম্পর্কে পুলিশ এক্স হ্যান্ডেলে রসিকতা করে একটি পোস্ট করে জানায়, ‘৬০ লক্ষ টাকার টিকটিকি? আমরা আগে দেখিনি। ডিব্রুগড় পুলিশ ১১টি টোকে গেকো উদ্ধার করেছে, ৩ পাচারকারীকে গ্রেফতার করে তাদের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। টিকটিকিগুলোকে আবার বনে ছেড়ে দেওয়া হবে।’
পুলিশ আরও জানিয়েছে, ‘মজার বিষয় এই যে, আন্তর্জাতিক বাজারে প্রতিটি গেকোর দাম ৬০ লক্ষ টাকা! কিন্তু স্বাধীনতা? সেটা অমূল্য।’