শেষ আপডেট: 30th April 2023 12:52
দ্য ওয়াল ব্যুরো: শিল্পীর তুলিতে নিজের ছবি দেখতে কার না ভাল লাগে? দেশজুড়ে অজস্র চিত্রশিল্পী রয়েছেন, যাঁরা কেউ শুধুই শখে, কেউ আবার পেশাগতভাবেই পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন মানুষের পোর্ট্রেট এঁকে থাকেন। কেউ কেউ তো লাইভ কুইক স্কেচও করেন (live portrait sketch), অর্থাৎ অত্যন্ত অল্প সময়ের মধ্যে সামনে থেকেই কোনও মানুষের ছবি এঁকে দেন তাঁরা। সম্প্রতি সেভাবেই এক শিল্পী ট্রেনের ভিতর এক বৃদ্ধ সহযাত্রীর পোর্ট্রেট এঁকেছিলেন নিজের স্কেচবুকে (artist draws co passenger's portrait)। আঁকা শেষ হতেই ওই যাত্রীকে ছবিটি দেখান তিনি। নিজের প্রতিকৃতি দেখতে পেয়ে বৃদ্ধের আনন্দ তখন দেখে কে!
বিষ্ণু দীনেশন নামে কেরলের একজন চিত্রশিল্পী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সহযাত্রীর প্রতিকৃতি আকার ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দূরপাল্লার কোনও ট্রেনের ভিতর সাইড লোয়ার বার্থে বসে রয়েছেন এক বৃদ্ধ। উপর থেকে দেখেই আঁকার খাতায় রঙিন পেন দিয়ে চটজলদি বৃদ্ধের ছবি এঁকে ফেলেন তিনি। তারপর সেই ছবি দেখান ওই যাত্রীকে। নিজের পোট্রেট শিল্পীর খাতায় দেখতে পেয়েই নির্মল হাসিতে ভরে ওঠে বৃদ্ধের মুখ।
নেট মাধ্যমে শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৭ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ১ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন সেটি। প্রশংসা সূচক মন্তব্যে ভিডিওর কমেন্ট সেকশন ভরে উঠেছে। একজন লিখেছেন, এমন ভিডিওতে দেশের প্রতিটি মানুষের লাইক থাকা উচিত।
অন্য একজন লিখেছেন, 'অসাধারণ!'
'এমন প্রতিভা খুব কম মানুষেরই থাকে,' মন্তব্য তৃতীয় একজনের।
শিলিগুড়ির বুকে আস্ত টাইটানিক! নিজের স্বপ্নপূরণ করে তাক লাগালেন যুবক