শেষ আপডেট: 11th November 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো: অ্যাংগ্রি বার্ডকে মনে আছে? কেমন রেগে টুই করে এদিক ওদিক চলে যেত। এর ওর খাঁচা ভেঙে ফেলত। সেই কার্টুন চরিত্রই বাস্তবে ঘুরে বেড়াচ্ছে নিউজিল্যান্ডে। একটি হাইওয়ে নজরদারি ক্যামেরায় ঠিক তেমনই ধরা পড়ল।
রেগে হা হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ময়না পাখি। হলুদ ঠোঁট আর বড় বড় চোখ নিয়ে ক্যামেরায় কিছু বলতে চায়। এই চিত্রই ভাইরাল হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়। ওই হাইওয়ে অথরিটির তরফে ভিডিও শেয়ার করে বলা হয়, ভাগ্যিস রেগে ক্যামেরায় কিছু করেনি। বা এমনও হতে পারত, ক্যামেরা ঢেকে বসে আছে সে।
আসলে নিউজিল্যান্ডে সবচেয়ে রাগী পাখি ময়না। খেতের ফসল নষ্ট করা, অন্য পাখিদের বাসা ভেঙে ফেলা, জায়গা দখল এই সমস্ত অভিযোগ রয়েছে, এই এক ফোঁটা প্রাণীর বিরুদ্ধে। ফলে ময়না যে যা কিছু করতে পারে, সে নিয়ে তারা নিশ্চিত। শুধু তার এই দুষ্টু মিষ্টি রাগী রূপ কেউ কখনও দেখেননি। তাই ভিডিও দেখে সকলেই বেশ মজা পেয়েছেন।
হাইওয়ে অথরিটির তরফে আরও জানানো হয়, আমরা ২৪ ঘণ্টা ওই ক্যামেরা দিয়ে নজরদারি চালাই। এভাবে ময়না লেন্স আটকানোয় দেখাই যাচ্ছিল না কিছু। ভাগ্যিস ওখানে বসে ছিল না বেশিক্ষণ। তাই সঙ্গে সঙ্গেই আবার রাস্তার ওপর নজর রাখা গিয়েছে।
এই সংস্থার পোস্ট সূত্রেই জানা যায়, ১৮৬০ সালে নিউজিল্যান্ডে এই পাখির আগমন। ভেঙিয়ে মিমিক করে কথা বলার চেষ্টা করে এই জাতের পাখিরা। কিন্তু এই দেশে সবচেয়ে বেশি আক্রমণাত্মক পাখি হিসেবে পরিচিত ময়না। বাস্তুতন্ত্রে ক্ষতি হয় এদের জন্য।