Latest News

আনন্দ মাহিন্দ্রার জীবনের হিরোকে চেনেন? সাহস ও জেদে তাঁর জুড়ি মেলা ভার

দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার (Anand Mahindra) টুইট মাঝেমধ্যেই উঠে আসে আলোচনায়। আজ,তিনি তাঁর টুইটার অনুসারীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর জীবনের “স্টার্ট আপ হিরো” (Start up Hero)কে।

পরমজিৎ সিং। ১৯৮৪ সালের দাঙ্গায় সব হারান তিনি। তারপর ট্যাক্সি চালিয়ে শুরু করেন জীবন। ৬ বছর পরে, এক ভয়ানক দুর্ঘটনায় হাতে,পায়ে মারাত্মক আঘাতও পান। ১৩ দিন কোমায় ছিলেন। আবারও নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে তিনি। এখন একটা অটো রিকশাকে সম্বল করে শুরু করেছেন যাত্রা।

এই মানুষটির কথা টুইটারে শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা লেখেন, ‘আমার স্টার্ট আপ হিরো। ব্যবসা শুরু করতে জেদ আর সাহস লাগে। সব কিছু হারিয়ে উনি নতুন শুরু করেছেন। সেটা একবার নয়, দু’বার।‘

পরমজিৎ সিংয়ের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী। পরমজিৎ সিং শুরু করেছিলেন নিজের ব্যবসা। ৬-৭টা অটোতে করে ‘রসনা’ কোম্পানির জিনিস সরবরাহ করতেন তিনি। ‘রসনা’ ডিলারশিপ নেন তিনি।

১৯৮৪ সালের দাঙ্গায় তাঁর ব্যবসা হারানোর পর, তিনি একটি খাবারের কোম্পানিতে কাজ করতে শুরু করেন। সেখানেও আশানুরূপ মাইনে পেতেন না। বাধ্য হয়ে শুরু করেন ট্যাক্সি চালানো।

এর ছ’বছর পর, মুসৌরিতে এক ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়েন তিনি। ভেঙে যায় হাত-পা। ধীরে ধীরে ভেঙে গুঁড়িয়ে যাওয়া হাঁটু, হাত এবং পাঁজরের ব্যথা কাটিয়ে সুস্থ হয়ে উঠলেন তিনি। এরপর হয় স্ট্রোক। আর চালাতে পারেন না ট্যাক্সি। জীবিকার জন্য বেছে নেন অটো রিকশা।

এই ঘটনা টুইটারে শেয়ার করতেই আনন্দ মাহিন্দ্রার প্রোফাইল ভরে যাচ্ছে কমেন্টে। সবাই আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন পরমজিৎ সিং’কে।

মাথা থেকে পা পর্যন্ত ট্যাটু করিয়ে মহাবিপদ! ‘আমি সাধারণ লোক’ কাতর আবেদন চাকরিপ্রার্থী তরুণের

You might also like