জেসিকা সিম্পসনের অপূর্ব গলার রহস্য কি তাহলে এটাই?
শেষ আপডেট: 2 April 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: কবেকার যুগে একটা গল্প প্রচলিত ছিল, কোকিলের মতো কণ্ঠ পাওয়ার আশায় এক সুরবিহীন কিন্তু গানপাগল লোক পাশের বাড়ির পোষা কোকিলটাকেই খেয়ে নিয়েছিল, তাও আবার ভেজে! তারপরে কী হয়েছিল, সেটা অবশ্য জানা যায়নি। কিন্তু শুধু গল্পতেই এমন হয় না, বাস্তবেও জানা গেল কিছুটা এমনই ঘটনা। ওখানে ছিল কোকিল, এখানে হল সাপ (snake)।
সুরের জগতে জনপ্রিয় গায়িকা (singer) জেসিকা সিম্পসন (Jessica Simpson) সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করেছেন এক বিশেষ পানীয়ের (special drink) কথা। পাশাপাশি এও জানিয়েছেন, এই পানীয়ের পরামর্শ তাঁকে দিয়েছেন তাঁর কণ্ঠ প্রশিক্ষক। তাতে নাকি রয়েছে সাপের স্পার্ম বা বীর্য।(snake sperm)!
View this post on Instagram
আমেরিকান এই গায়িকা (American singer0 জানিয়েছেন, শুরুতে আদৌ জানতেন না যে পানীয় খেয়ে তিনি গলা সাধছেন তাতে এমন সাপের স্পার্ম রয়েছে। আমেরিকার একটি সেলিব্রিটি ম্যাগাজিনের কথা অনুযায়ী, জেসিকা কী খাচ্ছেন সেটা নিয়ে কৌতূহলী হয়ে যখন তাঁর এক বন্ধু পানীয়ের উপাদান তালিকা দেখেন, তখন এই গোপন তথ্য তাঁর কাছে ফাঁস হয়ে পড়ে।
একটি ক্লিপে জেসিকাকে বলতে শোনা যায়, বন্ধুরা তাঁকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কী খাচ্ছ?’, তার উত্তরে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না, তবে এটা চিনের কোনও ভেষজ হবে। আমার প্রশিক্ষক আমাকে বলেছেন খেতে।’ তারপরেই উদঘাটিত হয় সেই রহস্য।
এই ঘটনায় যদিও তিনি বেশ অপ্রস্তুত হয়ে পড়েন। কেমন খেতে এই পানীয়, জিজ্ঞাসা করা হলে তিনি মধুর স্বাদের সঙ্গে তুলনাও টেনে আনেন। তিনি তো শুধু তাঁর প্রশিক্ষকের কথা মেনে চলছেন, বলতে বলে হেসে ফেলেন গায়িকা। আরও যোগ করেন, ‘যদি ভাল কণ্ঠের (vocal cord) অধিকারী হতে চান, তাহলে আপনাকে সাপের স্পার্ম খেতে হবে।’ ইনস্টাগ্রামের ভিডিওতে তিনি মাইক্রোফোনের সঙ্গে সাপ ও টেস্ট টিউবের ইমোটিকন দিয়ে ক্যাপশনও দেন।
জেসিকার অনুরাগীরা এই তথ্যে বেশ অবাক হয়েছেন, বলাই বাহুল্য। একজন কমেন্ট করেছেন, ‘চূড়ান্ত হাস্যকর এবং চিন্তামুক্ত ব্যাপার স্যাপার।’ আরেকজন বলেন, ‘এই জেসিকাকেই তো আমরা চিনি, এই জেসিকাকেই ভালবাসি।’
কথা হচ্ছে, জেসিকার মতোই তারকাদের এই অদ্ভুত ব্যাপার স্যাপার কিন্তু এই প্রথম সামনে এল, এমন নয়। উজ্জ্বল, যৌবনোচ্ছল ত্বকের সাধনায় কিম কার্দাশিয়ান, জেনিফার অ্যানিসটন বহুদিন ধরে স্যামন মাছের স্পার্মের ওপরে ভরসা রেখেছেন এমন তথ্যও সেলিব্রিটি ম্যাগাজিনের দৌলতে প্রকাশ্যে এসেছে।