Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট
american singer jessica simpson's vocal secret

সাপের বীর্য মেশানো 'সুস্বাদু' পানীয়! আন্তর্জাতিক গায়িকার অপূর্ব গলার স্বরের রহস্য কি এটাই?

কেমন খেতে এই পানীয়, জিজ্ঞাসা করা হলে গায়িকা মধুর স্বাদের সঙ্গে এর তুলনা টেনে আনেন।

সাপের বীর্য মেশানো 'সুস্বাদু' পানীয়! আন্তর্জাতিক গায়িকার অপূর্ব গলার স্বরের রহস্য কি এটাই?

জেসিকা সিম্পসনের অপূর্ব গলার রহস্য কি তাহলে এটাই?

শেষ আপডেট: 2 April 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো: কবেকার যুগে একটা গল্প প্রচলিত ছিল, কোকিলের মতো কণ্ঠ পাওয়ার আশায় এক সুরবিহীন কিন্তু গানপাগল লোক পাশের বাড়ির পোষা কোকিলটাকেই খেয়ে নিয়েছিল, তাও আবার ভেজে! তারপরে কী হয়েছিল, সেটা অবশ্য জানা যায়নি। কিন্তু শুধু গল্পতেই এমন হয় না, বাস্তবেও জানা গেল কিছুটা এমনই ঘটনা। ওখানে ছিল কোকিল, এখানে হল সাপ (snake)।

সুরের জগতে জনপ্রিয় গায়িকা (singer) জেসিকা সিম্পসন (Jessica Simpson) সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করেছেন এক বিশেষ পানীয়ের (special drink) কথা। পাশাপাশি এও জানিয়েছেন, এই পানীয়ের পরামর্শ তাঁকে দিয়েছেন তাঁর কণ্ঠ প্রশিক্ষক। তাতে নাকি রয়েছে সাপের স্পার্ম বা বীর্য।(snake sperm)!

আমেরিকান এই গায়িকা (American singer0 জানিয়েছেন, শুরুতে আদৌ জানতেন না যে পানীয় খেয়ে তিনি গলা সাধছেন তাতে এমন সাপের স্পার্ম রয়েছে। আমেরিকার একটি সেলিব্রিটি ম্যাগাজিনের কথা অনুযায়ী, জেসিকা কী খাচ্ছেন সেটা নিয়ে কৌতূহলী হয়ে যখন তাঁর এক বন্ধু পানীয়ের উপাদান তালিকা দেখেন, তখন এই গোপন তথ্য তাঁর কাছে ফাঁস হয়ে পড়ে।

একটি ক্লিপে জেসিকাকে বলতে শোনা যায়, বন্ধুরা তাঁকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কী খাচ্ছ?’, তার উত্তরে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না, তবে এটা চিনের কোনও ভেষজ হবে। আমার প্রশিক্ষক আমাকে বলেছেন খেতে।’ তারপরেই উদঘাটিত হয় সেই রহস্য।

এই ঘটনায় যদিও তিনি বেশ অপ্রস্তুত হয়ে পড়েন। কেমন খেতে এই পানীয়, জিজ্ঞাসা করা হলে তিনি মধুর স্বাদের সঙ্গে তুলনাও টেনে আনেন। তিনি তো শুধু তাঁর প্রশিক্ষকের কথা মেনে চলছেন, বলতে বলে হেসে ফেলেন গায়িকা। আরও যোগ করেন, ‘যদি ভাল কণ্ঠের (vocal cord) অধিকারী হতে চান, তাহলে আপনাকে সাপের স্পার্ম খেতে হবে।’ ইনস্টাগ্রামের ভিডিওতে তিনি মাইক্রোফোনের সঙ্গে সাপ ও টেস্ট টিউবের ইমোটিকন দিয়ে ক্যাপশনও দেন।

জেসিকার অনুরাগীরা এই তথ্যে বেশ অবাক হয়েছেন, বলাই বাহুল্য। একজন কমেন্ট করেছেন, ‘চূড়ান্ত হাস্যকর এবং চিন্তামুক্ত ব্যাপার স্যাপার।’ আরেকজন বলেন, ‘এই জেসিকাকেই তো আমরা চিনি, এই জেসিকাকেই ভালবাসি।’

কথা হচ্ছে, জেসিকার মতোই তারকাদের এই অদ্ভুত ব্যাপার স্যাপার কিন্তু এই প্রথম সামনে এল, এমন নয়। উজ্জ্বল, যৌবনোচ্ছল ত্বকের সাধনায় কিম কার্দাশিয়ান, জেনিফার অ্যানিসটন বহুদিন ধরে স্যামন মাছের স্পার্মের ওপরে ভরসা রেখেছেন এমন তথ্যও সেলিব্রিটি ম্যাগাজিনের দৌলতে প্রকাশ্যে এসেছে।


ভিডিও স্টোরি