শেষ আপডেট: 2nd December 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: আজকাল কাজের চাপে বিয়ে করতে দেরি হচ্ছে বহু মানুষের। কেরিয়ার, শখ-আহ্লাদ সব পূরণ করে অনেকেই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন একটু বেশি বয়সে। সমাজের বেঁধে দেওয়া নিয়মে গা ভাসাচ্ছেন না এমন মহিলার সংখ্যা নেহাত হাতে গোনা নয়। কিন্তু একটু খোঁজ নিলে দেখা যাবে প্রত্যেকের বাড়িতেই বিয়ের চাপ থেকে যাচ্ছে বা বিয়ে নিয়ে সমস্যা লেগেই থাকছে। এই সমস্যার মুশকিল আসান হিসেবে ভিয়েতনামে এসেছে এক নতুন নিয়ম। বিয়ের চাপ কমাতে বয়ফ্রেন্ড ভাড়া করছেন সেদেশের মহিলা। এতে পরিবারও খুশি, ভাল থাকছে সম্পর্কও।
এমন অনেক গল্পই শোনা যায়, শর্ত দিয়ে কাউকে বিয়ে করেছেন কেউ। শর্ত শেষে তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। কিন্তু এক্ষেত্রে বিয়ের ছায়াও মারাচ্ছেন না ভিয়েতনামের মহিলারা। কোন শর্তও নেই। শুধু ইমপ্রেস করতে হবে বাবা-মাকে। মেয়ের দেখভাল করতে পারবে, ঘরের কাজ করতে পারবে এবং মেয়েকে ভালবাসবে এমন ছেলেই তো চান মেয়ের বাবা-মায়েরা। সাউথ চায়না মর্নিং পোস্টার রিপোর্ট বলছে, ভাড়া করা বয়ফ্রেন্ডদের এইভাবে শিখিয়ে পড়িয়ে বাবা-মার কাছে পেশ করছেন মহিলারা।
বাবা মায়েরা ধরতেই পারছেন না আসল নকলের ফারাক। অভিনয়ে পটু, দেখতে হ্যান্ডসাম এমন ছেলেরাই জায়গা পাচ্ছেন হট লিস্টে। সাউথ চায়না মর্নিং পোস্টেরই রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি মিন থু নামের ৩০ বছর বয়সী এক মহিলাকে তাঁর বাবা-মা জানান, নতুন বছরে তিনি যেন বাড়িতে সঙ্গে করে বয়ফ্রেন্ড নিয়ে আসেন। নিজের জন্য সত্যিকারের জীবনসঙ্গী খুঁজতে অপারগ মিন একজন লোককে বয়ফ্রেন্ড হিসেবে ভাড়া করেন। তাঁকে একটু শিখিয়ে পড়িয়ে দেন। তারপর বাড়ি নিয়ে যেতেই কেল্লাফতে। ইমপ্রেস হয়ে যান বাবা-মা। সব অশান্তি মিটে যায় বাড়িতে।
শুধু মিন নয়, এই অভিজ্ঞতা হয়েছে ভিয়েতনামের আরও অনেক মহিলার। এক ২৫ বছর বয়সী ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে এক মহিলা সম্প্রতি তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। বাড়িতে যা ঝামেলা ছিল সমস্ত মিটে যায়। পরিবারের লোক বিশ্বাস করে নেন, জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন তাঁদের সন্তান।
আরেক মহিলা বয়ফ্রেন্ড ভাড়া করে নিজের বাড়ির প্রত্যেকটি অনুষ্ঠানে তাঁকে নিয়ে যান, সেখানেই ট্রেনিং দেন। তারপর বাড়িতে আলাপ করান। তাঁর ক্ষেত্রেও, বাড়ির যে সমস্যা ছিল বিয়ে নিয়ে, তা নিমেশেই উধাও হয়ে যায়।
এগোটা বিষয়টাকে অনেকেই মজা হিসেবে নিলেও গুয়ান থাং গা নামের জার্নালিজম ও কমিউনিকেশনের এক গবেষক বলছেন, 'এর ফলে সন্তানের প্রতি বাবা-মায়ের যে ভরসা, বিশ্বাস তা নষ্ট হয়ে যাবে। এই বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার বা সঙ্গী ভাড়া নেওয়ার নিয়ম আইনতভাবে ভিয়েতনামে নেই। তাই মহিলাদের সতর্ক থাকতে হবে।'
ভিয়েতনামের এই ঘটনা সোশ্যাল মিডিয়াজুড়ে ছেয়ে গিয়েছে বর্তমানে। কেউ কেউ লেখেন, 'ভাল কেরিয়ার ছাড়া বিয়ে করলে একাধিক সমস্যা। এর থেকে ভাড়া নেওয়ার ব্যাপারটা দারুণ। বাবা মাও খুশি থাকলেন, সামাজিক কোনও চাপও থাকল না।'
আরেকজন অবশ্য লেখেন, 'বাবা-মা যখন জানতে পারবেন, তাঁদের সন্তান মিথ্যা বলেছেন, তখন ঠিক কতটা কষ্ট পেতে পারেন।'