শেষ আপডেট: 23rd October 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: শন নদীর ধারে পিকনিকে গিয়ে চিতা বাঘের আক্রমণের মুখে তিন যুবক। রবিবার ঘটনাটি হয় মধ্যপ্রদেশের শাহদোল এলাকায়। তিনজনকেই বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।
রবিবার শাহদোল এলাকায় শন নদীর ধারে পিকনিকে মত্ত ছিলেন তিন যুবক। তাদের উপর হঠাৎই আক্রমণ করে চিতা বাঘ। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ৩০ সেকেন্ডের ভিডিওতে ঘটনার খানিকটা দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও আহতদের মধ্যেই কোনও একজন করছিলেন। যেখানে 'আজা আজা অর্থাৎ আয় আয়' বলে চিতা বাঘকে ডাকতে দেখা যায় আহতদের একজনকে।
আহতদের মধ্যে দুজনকে প্রথমে লক্ষ্য করে আক্রমণ চালায় চিতা বাঘটি। পরে আরেকজনকেও টেনে মাটিতে ফেলে দেয় ও হিঁচড়ে নিয়ে যেতে থাকে। ভিডিওটি শেষ হওয়ার আগে 'যা পালা', এই টুকু শোনা যায়।
আহতদের হাসপাতালে পাঠানোর পরই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বন্যপ্রাণ সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা, দুই নিয়েই উঠছে প্রশ্ন।
এটাই প্রথম নয়, কয়েকদিন আগেই এই এলাকায় একইরকম একটি ঘটনা হয়। চিতা বাঘের আক্রমণে আহত হন কয়েকজন। তারপরই নির্দেশিকা জারি করে জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করেই এদিন জঙ্গলে গিয়ে পিকনিক করছিলেন ওই তিনজন।
এবিষয়ে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার বাদশাহ রাওয়াত বলেন, 'এর আগে এমন একটি ঘটনা হওয়ায় নিষেধ করে দেওয়া হয় জঙ্গলে প্রবেশ করতে। গ্রামবাসী ও স্থানীয়দেরও সতর্ক করা হয়। এমন কোনও ঘটনা হলে মানুষ যাতে পুলিশ ও বন দফতরকে জানাতে পারে, তার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সচেতনতামূলক প্রচার করা হবে আরও।'