শেষ আপডেট: 7th November 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: লাল টুকটুকে ঠোঁট, কাছে গেলেই যেন চুমু খাবে! কথা হচ্ছে এমন একটা গাছের, যার পাতার দিকে তাকালে মনে হবে, সে যেন ছুঁটে আসছে চুমু খেতে। পৃথিবীতে অনেক অদ্ভুদ রকমের গাছ রয়েছে। তার মধ্যেই একটি হল সাইকোট্রিয়া ইলাটা, যা সাধারণত ‘হট লিপস’ বা ‘হুকার লিপস’ গাছ নামেও পরিচিত। এর আবার ২০০০টিরও বেশি প্রজাতি রয়েছে। কোস্টারিকা, ইকুয়েডর, মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইনফরেস্টে পাওয়া যায় এই গাছ।
এই গাছের বিশেষত্ব হল এর আকার ও গঠন। বিশেষজ্ঞদের মতে, যথেচ্ছ ভাবে গাছ কাটা এবং জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এই গাছ। এখন আর সব প্রজাতির দেখাও মেলে না। অনেক প্রজাতিই বিলুপ্তির পথে এড়িয়ে গিয়েছে।
আকর্ষণ করবে গাছের পাতা
এই প্রজাতির গাছের দু'টি লাল রঙের পাতা রয়েছে। যা দেখলে মনে হতে পারে সত্যিই যেন লিপস্টিক পরা কোনও নারীর ঠোঁট। এই পাতাগুলিকে ব্র্যাক্টস্ বলা হয়। ঠোঁটের আকৃতির পাতার মাঝখান থেকে ছোট সাদা সুগন্ধি ফুল বের হয়। পাতাটাই দেখতে এতটা আকর্ষণীয়। ফুল কিন্তু খুব একটা নজর কাড়বে না। গাছটিতে ওমন লাল পাতা ছাড়াও লম্বা সবুজ পাতাও রয়েছে।
সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই গাছে ফুল ফোটে। ছোট্ট সাদা রঙের ফুল হওয়ার আগে লাল টুকটুকে পাতা দু'টোর মাঝখান থেকে এক প্রকার তরল বেরতে থাকে। তারপরে গাছের লাল পাতাগুলি ফুলের পরাগরেণুতে হামিংবার্ড এবং প্রজাপতিকে আকৃষ্ট করতে সাহায্য করে।
অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়
গাছটি শুধুই সৌন্দর্যের জন্যই নয়, তার ঔষধি গুণের জন্যও পরিচিত। চিকিৎসা বিজ্ঞানে এই গাছকে কাজে লাগানো হয় দীর্ঘদিন ধরেই। এতে রয়েছে সাইকেডেলিক রাসায়নিক ‘ডাইমেথাইলট্রিপটামিন’। এটি কাশি, ব্যথা, আর্থ্রাইটিস, বন্ধ্যাত্ব, পুরুষত্বহীনতা এবং ত্বক সম্পর্কিত অনেক রোগের চিকিৎসায় ওষুধ হিসেবে কাজে লাগানো হয়।
মধ্য আমেরিকায় মানুষজন তাঁদের ভালবাসা প্রকাশ করতে হুকার লিপস গাছের পাতা ব্যবহার করেন। বিশেষ করে প্রেম দিবসে এই গাছের বিশেষ চাহিদা থাকে। এছাড়াও লোকজন এই গাছটি পরিবার এবং বন্ধুদের উপহারও দেয়। এই গাছগুলি শুধুমাত্র একটি বিশেষ পরিবেশেই বৃদ্ধি পেতে পারে এবং তারা এক থেকে চার মিটার পর্যন্ত বড় হয়।