শেষ আপডেট: 3rd September 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের অনেক এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। একের পর এক সেতু ডুবে গিয়েছে বন্যার জলে। তারই মধ্যে এক ব্যক্তি প্লাবিত সেতুতে আটকে পড়া ন'জনকে বাঁচাতে যে সাহসিকতা দেখিয়েছেন, তা নজর কেড়েছে বহু মানুষের। হরিয়ানার সুভান খানকে বাস্তব জীবনের নায়ক বললে ভুল কিছু বলা হবে না।
তেলেঙ্গানার খাম্মাম জেলার মুন্নেরু নদীর উপর প্রকাশ নগর সেতুতে জলস্তর বেড়ে যাওয়ায় ন'জন আটকে পড়েন। তার একটি ভিডিও রেকর্ড করে রাজ্য সরকারকে সাহায্যের জন্য অনুরোধ করা হয়। রাজ্য সরকার একটি হেলিকপ্টার মোতায়েন করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এদিকে হরিয়ানার সুভান খান সিদ্ধান্ত নেন যে, তিনি তার বুলডোজার নিয়ে আটকে পড়া দলটিকে উদ্ধার করবেন। সেখানে উপস্থিত অন্য লোকেরা তাঁকে বাধা দেওয়ায় তিনি বলেন, 'আমি যদি মরে যাই, তবে একটি জীবন যাবে। কিন্তু যদি আমি সাহায্য করতে যাই, তাহলে নয়জনকে ফিরিয়ে আনতে পারব।'
বহুক্ষণের প্রচেষ্টার পর অবশেষে আটকে পড়া নয়জনকে নিয়ে তিনি ফিরে আসেন। নয়জন ব্যক্তিকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেন সুভান খান। বুলডোজার ফিরে আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সবাই তাঁকে অভ্যর্থনা জানায়।