শেষ আপডেট: 26th January 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: চোখে মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। পিঠ খানিকটা কুঁজো হয়েছে। একটি টুলে বসে আলু-পিঁয়াজ বিক্রি করছেন একজন বৃদ্ধ। এমন দৃশ্য তো আশপাশে, বাজার এলাকায় প্রচুর দেখা যায়। খুব একটা বিরল কিছু নয়। কিন্তু বৃদ্ধের বয়স শুনে চোখ কপালে উঠতে বাধ্য। ঠিক সেকারণেই হয়তো তাঁর সামান্য ভিডিও আজ ভাইরাল নেট পাড়ায়।
দেখে মনে হতেই পারে ৮০-র কাছাকাছি বয়স। বা তার একটু বেশি। কিন্তু কথা বলে বোঝা যায়, ওই বৃদ্ধের বয়স ১০৮ বছর। এই বয়সেও কাজ করছেন। রাস্তায় ঠেলা নিয়ে বেরিয়েছেন। বিক্রি করছেন আলু-পিঁয়াজ। শুধু তাই নয় বেশ দৃঢ় কন্ঠে হাঁক দিচ্ছেন আলু-পিঁয়াজ বলে।
View this post on Instagram
ভিডিও থেকেই জানা যায়, ওই বৃদ্ধ পাঞ্জাবের মগা এলাকায় সবজি বিক্রি করেন। এই বয়সেও কঠোর পরিশ্রম করে উপার্জন করা বিরলই বটে।
তাই তাঁকে রাস্তায় দেখে ভিডিও করেন এক যুবক। মানি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে ভিডিওটি। ভাইরাল হয়। বহু মানুষ তাঁর বয়স দেখে চমকেছেন। বহু মানুষ অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন। এই বয়সে কাজের জন্য অনেকেই তাঁকে স্যালুটও জানিয়েছেন।
একজন নেটিজেন পোস্টটির কমেন্টে লেখেন, 'ওঁর আওয়াজ যেন এমনই দৃঢ় থাকে।' আরেকজন লেখেন, 'শ্রদ্ধা জানাই।' পোস্টটি শুধু ভাইরাল হয়েছে এমন নয়। এই বয়সেও তিনি কীভাবে এতোটা ফিট সেই নিয়েও প্রশ্ন উঠেছে।