শেষ আপডেট: 20th January 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: ট্রাম্পেটের সাহায্যে তা রা রা বাজিয়ে ভাইরাল চায়নার এক শিল্পী। সোশ্যাল মিডিয়া খুললেই ঘুরছে তাঁর ভিডিও। চিনে ফেসবুক-ইনস্টাগ্রামের মতো বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ থাকায় এই সকল প্ল্যাটফর্মে সরাসরি তাঁর নিজস্ব কোনও চ্যানেল থেকে ভিডিও দেখা যাচ্ছে না। তবে, ভিডিও-র কিছু অংশ ঘুরে বেড়াচ্ছে শর্টস-সহ রিলে।
জানা গেছে, টিকটকে বেশ বিখ্যাত গাও ওয়াইফেই। ট্রাম্পেট বাজিয়েই মূলত গান করেন। তাঁর একাধিক ভিডিও টিকটকে রয়েছে বলে জানা গেছে। যেখানে ট্রাম্পেট বাজিয়ে মঞ্চ মাতাতে দেখা যায় শিল্পীকে।
তাঁর নাম সার্চ করলেই উঠে আসে জাও লি নামের একজনের প্রোফাইল। বেশ কিছু তথ্য বলছে, জাও লি সঙ্গীত শিল্পী। তাঁর কনসার্টেই ট্রাম্পেট বাজাতে দেখা গেছে গাও ওয়াইফেইকে। তারপরই তিনি ভাইরাল হন।
গুগলে তা রা রা লিখলেই ভাসছে এই দুজনের ছবি ও নাম। সোশ্যাল মিডিয়ায় যদিও এই নিয়ে শিল্পীদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেটিজেনরা বাজনার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।