শেষ আপডেট: 18th October 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: জাঙ্ক ফুডের জন্য আজকালের জেনারেশনের খুব বদনাম। মোটা হওয়া থেকে, বিভিন্ন রোগভোগ, অস্বাস্থ্যকর অভ্যাস থেকে লাইফস্টাইল সবকিছুর জন্যই দায়ী জাঙ্ক। বাড়ির বড়রা অনেকসময়ই এই নিয়ে গালভরা কথা বলে থাকেন। তাদের কী তবে এসব খেতে ইচ্ছে করে না? এই ভিডিওই বলে দিল উত্তর। খাবার খাওয়া বা খাবারের প্রতি ভালবাসার যে কোনও নির্দিষ্ট বয়স হয় না তারও মিলল প্রমাণ।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যায়, বাচ্চাকে স্কুল থেকে তোলার আগে গাড়িতে জমিয়ে খাবার খাচ্ছে এক দম্পতি। ক্যাপশনে লেখা, 'বাচ্চার থেকে লুকিয়ে এই খাবার খাওয়া। যাতে শেয়ার করতে না হয়।'
View this post on Instagram
এই ভিডিও সামনে আসার পরই একাধিক মন্তব্য ভেসে আসে কমেন্ট বক্সে। একজন সরাসরি এই দম্পতিকে 'স্বার্থপর' বলে দেন। তবে, বেশিরভাগ নেটিজেনই এই দম্পতিকে বাহবা জানিয়েছেন।
অনেকেই কমেন্টে লিখেছেন, নিজেদের জন্য সময় বের করা দরকার। এটা যে করতে পেরেছেন সেটাই ভাল। একজন লিখেছেন, জাঙ্ক খাওয়া ভাল না কিন্তু যদি মন ভাল থাকে খেলে তবে মাঝেমধ্যে খাওয়া যেতেই পারে। আরেকজন আবার লেখেন, সব কিছু বাচ্চাদের জন্য, এটা তো ঠিক না। কিছুটা নিজেদের জন্যও।
বাবা-মা মানেই সব ভাল অভ্যাসের প্রতীক, এমনটা নাও হতে পারে। একজন কমেন্টে লেখেন, 'বাবা-মায়েরাও মানুষ হন, তাঁদেরও খাবার ইচ্ছে থাকতে পারে। নিজেদের মতো করে বাঁচার ইচ্ছে থাকতে পারে। আর তাছাড়াও বাবা-মায়েরা যা খায়, বাচ্চারা তাই খেতে চায়, সেটা তো দেওয়া যায় না।'
এত কমেন্ট ও মন্তব্য শোনার পর ঠিক কী বলছেন এই দম্পতি? জানা যায়নি। এই নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা।