শেষ আপডেট: 30th October 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের দেখভালে সমস্যা। নিজের ১১ জন বাচ্চাকে রাখার জন্য টেক্সাসে প্রায় ২৯৫ কোটি টাকা দিয়ে বাড়ি কিনলেন ইলন মাস্ক। সঙ্গে থাকবেন তাদের মায়েরাও। এক ছাদের তলায় সকলকে রাখাই লক্ষ্য এই বিসনেস টাইকুনের। জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। টেক্সাসে একটি প্রাসাদ সম বাড়ি রয়েছে ইলন মাস্কের। তার থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে আরও একটি প্রাসাদ কিনে ফেললেন তিনি। বাচ্চারা যাতে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে, একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত। তাছাড়াও প্রত্যেক বাচ্চাকে আলাদা আলাদা করে সময় দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে। ফলে একই জায়গায় বাচ্চারা থাকলে সময় দিতে সুবিধা হয়। তাই একই ছাদের তলায় সকলকে আনা।
২০০২ সাল থেকে এপর্যন্ত ১২ জন সন্তানের বাবা হয়েছেন মাস্ক। জাস্টিন মাস্কের সঙ্গে তাঁর প্রথম সন্তান ১০ সপ্তাহের মাথাতেই মারা যায়। ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে আক্রান্ত হয় সে। এই স্ত্রীর সঙ্গেই পরে পাঁচ সন্তানের বাবা হন তিনি। জাস্টিনের সঙ্গে ডিভোর্সের আগে ২০০৮ সালে পাঁচ সন্তানের বাবা হন আইভিএফের মাধ্যমে।
ইলন মাস্ক ব্রিটিশ অভিনেত্রী তালুলা রিলের সঙ্গে সম্পর্কে ছিলেন। যাঁকে তিনি দুবার বিয়ে করেছেন, দুবার ডিভোর্স দিয়েছেন। সেই তরফে কোনও সন্তান হয়নি তাঁর।
২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ইলন মাস্ক তিন সন্তানের বাবা হন সংগীত শিল্পী গ্রাইমস অর্থাৎ ক্লেয়ার বাউচারের তরফে। তাঁরা তিনজনের মধ্যে প্রথমজনের নাম রাখেন এক্স- এক্সট্রা ডার্ক সাইডরায়েল। দ্বিতীয়টির নাম রাখেন ওয়াই ও তৃতীয় জনের নাম রাখেন টেকনো মেকানিকাস বা টাউ। এই গ্রাইমসের সঙ্গেও তাঁর সম্পর্কে চিড় ধরে ও বর্তমানে তাঁদের মধ্যে বিচ্ছেদের মামলা চলছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ২০২১-এ ইলন মাস্ক গোপনে শিভন জিল্লিসের সঙ্গে সম্পর্কে জড়ান ও তাঁদের যমজ সন্তান হয়। চলতি বছর শিভনের সঙ্গে তৃতীয় সন্তানের কথাও প্রকাশ করেন এই ব্যবসায়ী।
এই সকলকেই এক ছাদের তলায় রাখা ও একসঙ্গে তাদের দেখভালের জন্য এই পেল্লাই বাড়ি কেনার সিদ্ধান্ত নেন ইলন মাস্ক।